বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের দূর্গাপুর বাজারে দুই দলের সংঘর্ষ -সংবাদ
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজরা উভয়পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার,(১০ অক্টোবর ২০২৫) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজার এলাকায় প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। দূর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দূর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয়পক্ষের লোকজন সংঘর্ষে নেমে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরই জের ধরে শুক্রবার,(১০ অক্টোবর ২০২৫) সকালের দিকে উভয়পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা আছে।
বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের দূর্গাপুর বাজারে দুই দলের সংঘর্ষ -সংবাদ
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজরা উভয়পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার,(১০ অক্টোবর ২০২৫) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজার এলাকায় প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। দূর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দূর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয়পক্ষের লোকজন সংঘর্ষে নেমে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরই জের ধরে শুক্রবার,(১০ অক্টোবর ২০২৫) সকালের দিকে উভয়পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা আছে।