রাজধানীর শাহবাগ থানা এলাকার তিন জায়গা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।
একজনের নাম আশরাফ মন্ডল। আনুমানিক ৪০ বছর বয়সী আশরাফের বাড়ি বগুড়ার দুপচাচিঁয়ায়। অন্য দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওসি খালিদ মনসুর বলেন, ‘ধারণা করা হচ্ছে তারা তিনজনই ভবঘুরে টাইপের। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।’ তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করার কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একজনকে উদ্ধারের কথা তুলে ধরে ওসি বলেন, রাত সাড়ে ৯টার দিকে সেখানে আইল্যান্ডের ওপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স ৫৫ বছর।
এরপর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আশরাফ মন্ডলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আঙ্গুলের ছাপ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়ার কথা বলছে পুলিশ।
সর্বশেষ রাত পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী আরও এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওসি খালিদ বলেন, ‘যার পরিচয় শনাক্ত করা গেছে, তার এলাকায় সংবাদ পাঠানো হয়েছে। বাকি দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি। যদি পরিবারের কেউ এসে পরিচয় নিশ্চিত করেন, তাহলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।’ পরিচয় না মিললে ময়নাতদন্তের পর লাশ দাফনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
রাজধানীর শাহবাগ থানা এলাকার তিন জায়গা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় ঈদগাহ মাঠ এলাকা থেকে মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর। তাদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।
একজনের নাম আশরাফ মন্ডল। আনুমানিক ৪০ বছর বয়সী আশরাফের বাড়ি বগুড়ার দুপচাচিঁয়ায়। অন্য দুইজনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওসি খালিদ মনসুর বলেন, ‘ধারণা করা হচ্ছে তারা তিনজনই ভবঘুরে টাইপের। অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।’ তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করার কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একজনকে উদ্ধারের কথা তুলে ধরে ওসি বলেন, রাত সাড়ে ৯টার দিকে সেখানে আইল্যান্ডের ওপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স ৫৫ বছর।
এরপর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আশরাফ মন্ডলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আঙ্গুলের ছাপ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়ার কথা বলছে পুলিশ।
সর্বশেষ রাত পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী আরও এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওসি খালিদ বলেন, ‘যার পরিচয় শনাক্ত করা গেছে, তার এলাকায় সংবাদ পাঠানো হয়েছে। বাকি দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি। যদি পরিবারের কেউ এসে পরিচয় নিশ্চিত করেন, তাহলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।’ পরিচয় না মিললে ময়নাতদন্তের পর লাশ দাফনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।