খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় চাকা ফেটে যাওয়ার কারণে উল্টে যাওয়া যাত্রীবাহী বাস। শুক্রবার, বেলা ১১টার দিকে ঘটা এই দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন -সংবাদ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় চাকা ফেটে যাওয়ার কারণে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার, (১৭ অক্টোবর ২০২৫) বেলা ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-২৫১৯) বাসটি পাহাড়ি সড়কে নামার সময় চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যাত্রী। নিহতরা হলেন- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কলাখালী মুসলিমপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. আবদুর রাজ্জাক (৭২) এবং চৌধুরীপাড়া এলাকার বিন্দু চাকমার ছেলে অনিল চাকমা (৩২)। নিহত আবদুর রাজ্জাকের স্ত্রী মমতাজ বেগম জানান, তারা শান্তি পরিবহনে করে দীঘিনালা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। আলুটিলা পাহাড়ি এলাকায় গাড়িটির চাকা হঠাৎ বিস্ফোরিত হলে বাসটি উল্টে যায়।
দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।
মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করলেও, স্থানীয়দের ধারণা, বাসটির নিচে আরও মরদেহ থাকতে পারে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় চাকা ফেটে যাওয়ার কারণে উল্টে যাওয়া যাত্রীবাহী বাস। শুক্রবার, বেলা ১১টার দিকে ঘটা এই দুর্ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন -সংবাদ
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় চাকা ফেটে যাওয়ার কারণে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনায় ২ জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।
শুক্রবার, (১৭ অক্টোবর ২০২৫) বেলা ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-২৫১৯) বাসটি পাহাড়ি সড়কে নামার সময় চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যাত্রী। নিহতরা হলেন- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কলাখালী মুসলিমপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. আবদুর রাজ্জাক (৭২) এবং চৌধুরীপাড়া এলাকার বিন্দু চাকমার ছেলে অনিল চাকমা (৩২)। নিহত আবদুর রাজ্জাকের স্ত্রী মমতাজ বেগম জানান, তারা শান্তি পরিবহনে করে দীঘিনালা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। আলুটিলা পাহাড়ি এলাকায় গাড়িটির চাকা হঠাৎ বিস্ফোরিত হলে বাসটি উল্টে যায়।
দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।
মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
এদিকে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করলেও, স্থানীয়দের ধারণা, বাসটির নিচে আরও মরদেহ থাকতে পারে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।