ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দিনভর আলোচনাসভা, জীবনী পাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা লালন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে লালন তিরোধান দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের ডা. আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে লালন ফকিরের জীবন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জেলা কালচারাল অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, শিল্পী তামান্না ইয়াসমিন প্রমুখ।
পরে লালন ফকিরের বিখ্যাত গান ‘তিন পাখলে হলো মেলা নদেয় এসে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, জাত গেল জাত গেল বলে, চাতক বাঁচে কেমনে মেঘের বরিসন বিনে, শুনিলে প্রাণ চমকে ওঠে, বাড়ির কাছে আরশী নগর সেথা পরশী বসত করে, এর মতো বিখ্যাত গান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।
উল্লেখ, লালন তিরোধান দিবস বাংলাদেশের ক- শ্রেণিভুক্ত একটি জাতীয় দিবস। ২০২৫ সালের ১৭ অক্টোবর প্রথমবার দিবসটি জাতীয়ভাবে পালন করা হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
দিনভর আলোচনাসভা, জীবনী পাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা লালন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে লালন তিরোধান দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের ডা. আবুল কাশেম ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে লালন ফকিরের জীবন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জেলা কালচারাল অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, শিল্পী তামান্না ইয়াসমিন প্রমুখ।
পরে লালন ফকিরের বিখ্যাত গান ‘তিন পাখলে হলো মেলা নদেয় এসে, মানুষ ভজলে সোনার মানুষ হবি, জাত গেল জাত গেল বলে, চাতক বাঁচে কেমনে মেঘের বরিসন বিনে, শুনিলে প্রাণ চমকে ওঠে, বাড়ির কাছে আরশী নগর সেথা পরশী বসত করে, এর মতো বিখ্যাত গান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা।
উল্লেখ, লালন তিরোধান দিবস বাংলাদেশের ক- শ্রেণিভুক্ত একটি জাতীয় দিবস। ২০২৫ সালের ১৭ অক্টোবর প্রথমবার দিবসটি জাতীয়ভাবে পালন করা হয়।