সাপাহার (নওগাঁ) : হিজড়াদের মাদরাসার আনুষ্ঠানিক উদ্বোধন -সংবাদ
নওগাঁর সাপাহারে কুরআনের আলো হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দাওয়াতুল কুরআন (তৃতীয় লিঙ্গ) হিজড়াদের মাদরাসার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সাপাহার মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ জহির রায়হান।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ আব্দুল্লাহ হাবীবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি আব্দুর রহমান আল আজাদ, মুফতি আবু বক্কর সিদ্দিক ও মাওলানা আল আমিন।মাদরাসাটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের মাওলানা আমিরুল ইসলাম রোকনপুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম সকল মানুষকে সম্মানিত করেছে, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। ইসলামী শিক্ষা হিজড়া জনগোষ্ঠীকে সৎপথে পরিচালিত করবে।
তারা কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, অবশ্যই আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। (সূরা ইসরা: ৭০)। এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের নেতৃবৃন্দ এবং হিজড়া সংগঠনের সদস্যরা।অনুষ্ঠানে একজন তৃতীয় লিঙ্গের অমুসলিম ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই মাদরাসা হিজড়া জনগোষ্ঠীর ধর্মীয় ও নৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
সাপাহার (নওগাঁ) : হিজড়াদের মাদরাসার আনুষ্ঠানিক উদ্বোধন -সংবাদ
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
নওগাঁর সাপাহারে কুরআনের আলো হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দাওয়াতুল কুরআন (তৃতীয় লিঙ্গ) হিজড়াদের মাদরাসার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সাপাহার মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ জহির রায়হান।
প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ আব্দুল্লাহ হাবীবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি আব্দুর রহমান আল আজাদ, মুফতি আবু বক্কর সিদ্দিক ও মাওলানা আল আমিন।মাদরাসাটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের মাওলানা আমিরুল ইসলাম রোকনপুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম সকল মানুষকে সম্মানিত করেছে, সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। ইসলামী শিক্ষা হিজড়া জনগোষ্ঠীকে সৎপথে পরিচালিত করবে।
তারা কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, অবশ্যই আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। (সূরা ইসরা: ৭০)। এসময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের নেতৃবৃন্দ এবং হিজড়া সংগঠনের সদস্যরা।অনুষ্ঠানে একজন তৃতীয় লিঙ্গের অমুসলিম ব্যক্তি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই মাদরাসা হিজড়া জনগোষ্ঠীর ধর্মীয় ও নৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।