চট্টগ্রামের সীতাকুণ্ডে সমন্বয়ক পরিচয়দানকারী সন্ত্রাসী আসাদের নেতৃত্বে মব সৃষ্টি করে হামলা চালানো হয় সাংবাদিক লিটন কুমার চৌধুরীর উপর। হামালা গুরুত্বর আহত চৌধুরীকে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি। প্রেসক্লাবের সদস্য ও ইত্তেফাক প্রতিনিধি দিদারুল হোসেন টুটুল জানান, গত রোববার রাতে পৌরসদরস্থ রেল গেইটে নিজ বাড়ির সামনে দাড়িয়ে ছিলেন প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য লিটন কুমার চৌধুরী। পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসী আসাদুর রহমান আসাদের নেতৃত্বে ১০-১২ জনের কিশোর গ্যাং তার উপর হামলা করে। কিল-ঘুষি মারতে মারতে তারা বলতে থাকে তুই আ.লীগের দালাল, মিথ্যা সংবাদ প্রচার করছ। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাজারের মাঝ দিয়ে এলোপাথারী পিঠিয়ে রক্তাক্ত করে থানায় নিয়ে যায়। সন্ত্রাসীরা তার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে ফেলে। পরে পুলিশের সহায়তায় তাকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী বলেন, এই হামলার আমরা তীব্র নিন্দা জানায়। সন্ত্রাসী আসাদসহ তার অনুসারীদের গ্রেপ্তারের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, কয়েকজন লোক তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় হাসপাতালে প্রেরন করা হয়।
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমন্বয়ক পরিচয়দানকারী সন্ত্রাসী আসাদের নেতৃত্বে মব সৃষ্টি করে হামলা চালানো হয় সাংবাদিক লিটন কুমার চৌধুরীর উপর। হামালা গুরুত্বর আহত চৌধুরীকে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি। প্রেসক্লাবের সদস্য ও ইত্তেফাক প্রতিনিধি দিদারুল হোসেন টুটুল জানান, গত রোববার রাতে পৌরসদরস্থ রেল গেইটে নিজ বাড়ির সামনে দাড়িয়ে ছিলেন প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য লিটন কুমার চৌধুরী। পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসী আসাদুর রহমান আসাদের নেতৃত্বে ১০-১২ জনের কিশোর গ্যাং তার উপর হামলা করে। কিল-ঘুষি মারতে মারতে তারা বলতে থাকে তুই আ.লীগের দালাল, মিথ্যা সংবাদ প্রচার করছ। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাজারের মাঝ দিয়ে এলোপাথারী পিঠিয়ে রক্তাক্ত করে থানায় নিয়ে যায়। সন্ত্রাসীরা তার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে ফেলে। পরে পুলিশের সহায়তায় তাকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী বলেন, এই হামলার আমরা তীব্র নিন্দা জানায়। সন্ত্রাসী আসাদসহ তার অনুসারীদের গ্রেপ্তারের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, কয়েকজন লোক তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় হাসপাতালে প্রেরন করা হয়।