ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া লাইসেন্স ব্যতীত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সরবরাহের দায়ে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। এসময় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য প্রক্রিয়ার মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হওয়ায় মা বাবার দোয়া বেকারির স্বত্ত্বাধিকারী ইমাম হোসেনকে লাইসেন্স ব্যতীত ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন এর দায়ে ৩০ হাজার টাকা, লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ফুলকলির স্বত্বাধিকারী ইব্রাহিমকে ৫ হাজার টাকা ও বিএসটিআই এর অনুমোদন ব্যতীত পণ্য বিক্রয়ের দায়ে গোল বাহার স্টোরের মাহফুজুল হককে ২৫ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের বোয়ালখালীতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া লাইসেন্স ব্যতীত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সরবরাহের দায়ে তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। এসময় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য প্রক্রিয়ার মাধ্যমে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হওয়ায় মা বাবার দোয়া বেকারির স্বত্ত্বাধিকারী ইমাম হোসেনকে লাইসেন্স ব্যতীত ও অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদন এর দায়ে ৩০ হাজার টাকা, লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ফুলকলির স্বত্বাধিকারী ইব্রাহিমকে ৫ হাজার টাকা ও বিএসটিআই এর অনুমোদন ব্যতীত পণ্য বিক্রয়ের দায়ে গোল বাহার স্টোরের মাহফুজুল হককে ২৫ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এর স্টাফগণ।