ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে তাদেরকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকার মৃত কুদ্দুস রহমানের পুত্র আলমগীর (২৪), নতুন বাবুপাড়ার মৃত কুদরত উল্লাহর ছেলে মোস্তাক আলম পাপ্পু (৩৫), বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী ডাঙ্গাপাড়ার সুশীল চন্দ্র রায়ের ছেলে সৈকত চন্দ্র রায় (১৯) এবং একই ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ীর আব্দুর রহিমের ছেলে রিসাত ইসলাম (২০)।
সৈয়দপুর থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার দিনব্যাপী পুলিশের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবনের সময় চারজনকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক আলমগীর ও মোস্তাক আলম পাপ্পুকে ৯ দিন এবং সৈকত ও রিসাতকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে তাদেরকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকার মৃত কুদ্দুস রহমানের পুত্র আলমগীর (২৪), নতুন বাবুপাড়ার মৃত কুদরত উল্লাহর ছেলে মোস্তাক আলম পাপ্পু (৩৫), বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী ডাঙ্গাপাড়ার সুশীল চন্দ্র রায়ের ছেলে সৈকত চন্দ্র রায় (১৯) এবং একই ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ীর আব্দুর রহিমের ছেলে রিসাত ইসলাম (২০)।
সৈয়দপুর থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার দিনব্যাপী পুলিশের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক সেবনের সময় চারজনকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক আলমগীর ও মোস্তাক আলম পাপ্পুকে ৯ দিন এবং সৈকত ও রিসাতকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।