ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত নারী জুলেখা বেগম (৩৫) উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের বাজার) গ্রামের জালাল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জুলেখা বেগম। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা চালালেও তিনি ততক্ষণে মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ প্রাথমিক তদন্তে জানায়, জুলেখা বেগম মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত করছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত নারী জুলেখা বেগম (৩৫) উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর (পালের বাজার) গ্রামের জালাল মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জুলেখা বেগম। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা চালালেও তিনি ততক্ষণে মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ প্রাথমিক তদন্তে জানায়, জুলেখা বেগম মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত করছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।