নাইক্ষ্যংছড়িতে একদিনে ২ মৃত্যু
নাইক্ষ্যংছড়িতে এক দিনে দুই মৃত্যু, সদর ইউনিয়নের চাকঢালা ৫ নং ওয়ার্ডের থোয়াইগ্গা ঝিরি গ্রামে জাকারিয়ার মেয়ে আরিভা ১০ মাস বয়সি এক শিশু পানির বালটিতে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। ২১ অক্টোবর সকাল এগারোটার সময় ঘরের সামনে থাকা পানির বালতি ধরে খেলার সময় বালতির ভিতরে পড়ে যায়, তখন তার মা ঘরের কাজে ব্যস্ত ছিল বলে তার পরিবার সূত্রে জানান। মেয়েকে খুঁজতে গিয়ে দেখতে পান পানির বালতির দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত ডাক্তার আরিভাকে মৃত্যু ঘোষণা করেন।এ বিষয়ে,নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন,বিষয়টি তিনি শুনেছেন। অপরদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুনারপাড়ায় মো. শামশুল হকের ছেলে, আরিফুল ইসলাম (২০) একই দিন, দুপুরে পারিবারিক কলহের জেরে বিষ পান করে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এই বিষয়ে সোনাইছড়ি পুলিশ ফাড়ি ইনচার্জ মো. কামরুল হাসান জানান, বিষ পানে মৃত্যুবরণকারী আরিফুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
নাইক্ষ্যংছড়িতে একদিনে ২ মৃত্যু
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
নাইক্ষ্যংছড়িতে এক দিনে দুই মৃত্যু, সদর ইউনিয়নের চাকঢালা ৫ নং ওয়ার্ডের থোয়াইগ্গা ঝিরি গ্রামে জাকারিয়ার মেয়ে আরিভা ১০ মাস বয়সি এক শিশু পানির বালটিতে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। ২১ অক্টোবর সকাল এগারোটার সময় ঘরের সামনে থাকা পানির বালতি ধরে খেলার সময় বালতির ভিতরে পড়ে যায়, তখন তার মা ঘরের কাজে ব্যস্ত ছিল বলে তার পরিবার সূত্রে জানান। মেয়েকে খুঁজতে গিয়ে দেখতে পান পানির বালতির দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্মরত ডাক্তার আরিভাকে মৃত্যু ঘোষণা করেন।এ বিষয়ে,নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন,বিষয়টি তিনি শুনেছেন। অপরদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুনারপাড়ায় মো. শামশুল হকের ছেলে, আরিফুল ইসলাম (২০) একই দিন, দুপুরে পারিবারিক কলহের জেরে বিষ পান করে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এই বিষয়ে সোনাইছড়ি পুলিশ ফাড়ি ইনচার্জ মো. কামরুল হাসান জানান, বিষ পানে মৃত্যুবরণকারী আরিফুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে, রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।