ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাটে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাতজনকে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী ও হলহলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪জনকে কারাদন্ড ও অর্থদন্ড এবং ৩জনকে অর্থদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- দেউন্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে জসিম উদ্দিন, কাঠালবাড়ির সিরাজ মিয়ার ছেলে খয়ের মিয়া, আব্দুল গনির ছেলে আবু সায়েম ও হলদিউড়া গ্রামের ডেঙ্গু খানের ছেলে রউফ খানকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ড। এছাড়া হলহলিয়া গ্রামের ইন্তাজ উল্যার ছেলে ফারুক মিয়া, কাঁঠালবাড়ী গ্রামের সিরাজ মিয়ার ছেলে তাউজ মিয়া এবং দেউন্দির আইয়ুব আলীর ছেলে আলী হায়দরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাটে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাতজনকে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী ও হলহলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪জনকে কারাদন্ড ও অর্থদন্ড এবং ৩জনকে অর্থদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- দেউন্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে জসিম উদ্দিন, কাঠালবাড়ির সিরাজ মিয়ার ছেলে খয়ের মিয়া, আব্দুল গনির ছেলে আবু সায়েম ও হলদিউড়া গ্রামের ডেঙ্গু খানের ছেলে রউফ খানকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ড। এছাড়া হলহলিয়া গ্রামের ইন্তাজ উল্যার ছেলে ফারুক মিয়া, কাঁঠালবাড়ী গ্রামের সিরাজ মিয়ার ছেলে তাউজ মিয়া এবং দেউন্দির আইয়ুব আলীর ছেলে আলী হায়দরকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।