কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই অভিযান পরিচালনা করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা মূল্যের উন্নতমানের ভারতীয় শাড়ী ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। এর ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।”
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে অবৈধ কার্যক্রম রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
---
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই অভিযান পরিচালনা করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকা মূল্যের উন্নতমানের ভারতীয় শাড়ী ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। এর ধারাবাহিকতায় এসব অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।”
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে অবৈধ কার্যক্রম রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
---