মেট্রোরেলের স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বের হয়ে গেলে কাটা হবে ১০০ টাকা। এ নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল।
ঢাকার কারওয়ান বাজার স্টেশনে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে। বুধবার মেট্রোরেল স্টেশনের প্রবেশ পথের এ ধরনের নোটিশ দেয়া হয়েছে।
ডিএমটিসিএলের ওই নোটিশে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।’
এতদিন কোন যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
যাত্রীদের অভিযোগ: মেট্রো স্টেশনে উঠা ও নামার সময় অনেকেই সিড়িতে দাঁড়িয়ে মোবাইল টিপেন। এতে উঠানামায় কষ্ট হয়। আবার অনেকেই সিড়িতে দাঁড়িয়ে কথা বলেন,এতেও যাত্রীদের সমস্যা হচ্ছে।
কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, সচিবালয় মেট্রোস্টেশনের নিচে ও পূর্ব ও উত্তর পাশে রাস্তায় পুরো ফুটপাত অবৈধ ভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছে। এতে যাত্রীদের চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এমআরটি কর্তৃপক্ষ রহস্য জনক কারণে এ সব ব্যাপারে এমআরটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। এমআরটি পুলিশের ডিআইজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
মেট্রোরেলের স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বের হয়ে গেলে কাটা হবে ১০০ টাকা। এ নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল।
ঢাকার কারওয়ান বাজার স্টেশনে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে। বুধবার মেট্রোরেল স্টেশনের প্রবেশ পথের এ ধরনের নোটিশ দেয়া হয়েছে।
ডিএমটিসিএলের ওই নোটিশে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।’
এতদিন কোন যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
যাত্রীদের অভিযোগ: মেট্রো স্টেশনে উঠা ও নামার সময় অনেকেই সিড়িতে দাঁড়িয়ে মোবাইল টিপেন। এতে উঠানামায় কষ্ট হয়। আবার অনেকেই সিড়িতে দাঁড়িয়ে কথা বলেন,এতেও যাত্রীদের সমস্যা হচ্ছে।
কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, সচিবালয় মেট্রোস্টেশনের নিচে ও পূর্ব ও উত্তর পাশে রাস্তায় পুরো ফুটপাত অবৈধ ভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছে। এতে যাত্রীদের চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এমআরটি কর্তৃপক্ষ রহস্য জনক কারণে এ সব ব্যাপারে এমআরটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। এমআরটি পুলিশের ডিআইজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।