ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে সরকারি খাস জমির সীমানা নির্ধারণ করতে গেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিস ও ভূমি অফিসের ১৫ জন কর্মচারী হামলার শিকার হয়েছেন।
আহতদের মধ্যে ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলামসহ কয়েকজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় বুধবার দুপুরে আনন্দবাজারে সরকারি ১ নম্বর খাসখতিয়ানের হাটবাজার শ্রেণির পেরিফেরীভূক্ত জায়গার সীমানা চিহ্নিত করতে গিয়ে হামলার ঘটনা ঘটে। স্থানীয় কিছু মহল ওই জায়গায় ট্রাক স্ট্যান্ড করার দাবি জানালে ঘটনাটি উত্তপ্ত হয়। হামলাকারীরা সরকারি সাইনবোর্ড ভেঙে ফেলে এবং ৩০-৪০ জন সরকারি কর্মচারীর ওপর অতর্কিতভাবে হামলা চালায়।
ঘটনার পর ইউএনওর নেতৃত্বে সেনা, র্যাব ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়। অভিযানকালে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি দোকানপাট উচ্ছেদ এবং বাজারের তেহাবাজারে টিনসেড অপসারণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইয়া বলেন, “কিছু ব্যবসায়ী সরকারি জায়গা দখল করার চেষ্টা করছিল। সরকারি জায়গা উদ্ধার ও বন্দোবস্ত দেওয়ার চেষ্টা করতে গিয়ে কর্মচারীরা হামলার শিকার হয়েছেন। অভিযান সরকারি জায়গা রক্ষা ও বাজারকে সুন্দর করার উদ্দেশ্যে চালানো হয়েছে।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইউএনও জানিয়েছেন, কিছু দখলদার আক্রমণ ও প্রাণনাশের হুমকি দিয়েছে।
---
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারে সরকারি খাস জমির সীমানা নির্ধারণ করতে গেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিস ও ভূমি অফিসের ১৫ জন কর্মচারী হামলার শিকার হয়েছেন।
আহতদের মধ্যে ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলামসহ কয়েকজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় বুধবার দুপুরে আনন্দবাজারে সরকারি ১ নম্বর খাসখতিয়ানের হাটবাজার শ্রেণির পেরিফেরীভূক্ত জায়গার সীমানা চিহ্নিত করতে গিয়ে হামলার ঘটনা ঘটে। স্থানীয় কিছু মহল ওই জায়গায় ট্রাক স্ট্যান্ড করার দাবি জানালে ঘটনাটি উত্তপ্ত হয়। হামলাকারীরা সরকারি সাইনবোর্ড ভেঙে ফেলে এবং ৩০-৪০ জন সরকারি কর্মচারীর ওপর অতর্কিতভাবে হামলা চালায়।
ঘটনার পর ইউএনওর নেতৃত্বে সেনা, র্যাব ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়। অভিযানকালে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা কয়েকটি দোকানপাট উচ্ছেদ এবং বাজারের তেহাবাজারে টিনসেড অপসারণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইয়া বলেন, “কিছু ব্যবসায়ী সরকারি জায়গা দখল করার চেষ্টা করছিল। সরকারি জায়গা উদ্ধার ও বন্দোবস্ত দেওয়ার চেষ্টা করতে গিয়ে কর্মচারীরা হামলার শিকার হয়েছেন। অভিযান সরকারি জায়গা রক্ষা ও বাজারকে সুন্দর করার উদ্দেশ্যে চালানো হয়েছে।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইউএনও জানিয়েছেন, কিছু দখলদার আক্রমণ ও প্রাণনাশের হুমকি দিয়েছে।
---