গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬৮ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে হলুদক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনার দুইদিন পর ধর্ষক আইয়ুব আলীর ছোট ভাই শহিদুল ইসলাম ওই ধর্ষিতার পূত্রবধূকে মারধর করে শ্লীলতাহানি করেছে। পৃথক এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালনসহ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দুপুরের সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন জানিয়েছেন- ওইসব ঘটনার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের ওই পুত্রবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে আইয়ুব আলীর বাড়িতে মারধরের পর শ্লীলতাহানি করেছে শহিদুল ইসলাম নামের ব্যক্তি।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর সকাল ১০ টার দিকে আলীনগর গ্রামের এক বৃদ্ধা নারী (৬৮) পাশের কৃষিমাঠে ছাগলকে ঘাস খাওয়াতে যান। এসময় একই গ্রামের আকবর আলীর ছেলে আইয়ুব আলী ওই বৃদ্ধার মুখে গামছা ও রশি দিয়ে হাত বেঁধে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর এলাকার লোকজন ওই বৃদ্ধার কান্নার জব্দ শুনতে পায়। এতে ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। এ ঘটনায় ধর্ষিতার ছেলে থানায় মামলা করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন ধর্ষক পরিবার।
এরই একপর্যায়ে মঙ্গলবার ধর্ষক আইয়ুব আলীর ছোট ভাই শহিদুল ইসলাম ওই বৃদ্ধার পূত্রবধূকে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে মারধর ও শ্লীলতাহানী ঘটায়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এরই মধ্যে উত্তেজিত জনতা দলবদ্ধ হয়ে ওই ধর্ষকের বাড়ি ঘেরাও করে শহিদুল ইসলামের পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। তখন অভিযুক্ত শহিদুল ইসলামসহ আনজুয়ারা বেগম ও মিনারা বেগমসহ তিনজনকে গ্রেফতার করে। একইসঙ্গে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে বৃদ্ধাকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আইয়ুব আলীকে অবিলম্বে গ্রেফতার এবং গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্ত শাস্তির দাবিয়ে জানিয়েছে এলাকাবাসী।
এছাড়া বৃদ্ধাকে ধর্ষণ করার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করছে বাংলাদেশ নারীমুক্তি নামের একটি সংগঠন।
বৃদ্ধাকে ধর্ষণ ঘটনার মামলার বাদি ময়নুল ইসলাম বলেন, আমার মাকে ধর্ষণের ঘটনায় আমি থানায় মামলা করেছি। এতে ক্ষুব্ধ হয়ে আসামির ছোট ভাই শহিদুল ইসলাম আমার ভাবীকে তুলে নিয়ে মারধর করাসহ শ্লীলতাহানী করেছে। আমি এসব ঘটনার বিচার চাই। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, আপতত পরিস্থিতি শান্ত আছে। ধর্ষণ মামলা আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬৮ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে হলুদক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনার দুইদিন পর ধর্ষক আইয়ুব আলীর ছোট ভাই শহিদুল ইসলাম ওই ধর্ষিতার পূত্রবধূকে মারধর করে শ্লীলতাহানি করেছে। পৃথক এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালনসহ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দুপুরের সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন জানিয়েছেন- ওইসব ঘটনার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের ওই পুত্রবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে আইয়ুব আলীর বাড়িতে মারধরের পর শ্লীলতাহানি করেছে শহিদুল ইসলাম নামের ব্যক্তি।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর সকাল ১০ টার দিকে আলীনগর গ্রামের এক বৃদ্ধা নারী (৬৮) পাশের কৃষিমাঠে ছাগলকে ঘাস খাওয়াতে যান। এসময় একই গ্রামের আকবর আলীর ছেলে আইয়ুব আলী ওই বৃদ্ধার মুখে গামছা ও রশি দিয়ে হাত বেঁধে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর এলাকার লোকজন ওই বৃদ্ধার কান্নার জব্দ শুনতে পায়। এতে ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। এ ঘটনায় ধর্ষিতার ছেলে থানায় মামলা করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন ধর্ষক পরিবার।
এরই একপর্যায়ে মঙ্গলবার ধর্ষক আইয়ুব আলীর ছোট ভাই শহিদুল ইসলাম ওই বৃদ্ধার পূত্রবধূকে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে মারধর ও শ্লীলতাহানী ঘটায়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এরই মধ্যে উত্তেজিত জনতা দলবদ্ধ হয়ে ওই ধর্ষকের বাড়ি ঘেরাও করে শহিদুল ইসলামের পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। তখন অভিযুক্ত শহিদুল ইসলামসহ আনজুয়ারা বেগম ও মিনারা বেগমসহ তিনজনকে গ্রেফতার করে। একইসঙ্গে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে বৃদ্ধাকে ধর্ষণ মামলার একমাত্র আসামি আইয়ুব আলীকে অবিলম্বে গ্রেফতার এবং গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্ত শাস্তির দাবিয়ে জানিয়েছে এলাকাবাসী।
এছাড়া বৃদ্ধাকে ধর্ষণ করার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করছে বাংলাদেশ নারীমুক্তি নামের একটি সংগঠন।
বৃদ্ধাকে ধর্ষণ ঘটনার মামলার বাদি ময়নুল ইসলাম বলেন, আমার মাকে ধর্ষণের ঘটনায় আমি থানায় মামলা করেছি। এতে ক্ষুব্ধ হয়ে আসামির ছোট ভাই শহিদুল ইসলাম আমার ভাবীকে তুলে নিয়ে মারধর করাসহ শ্লীলতাহানী করেছে। আমি এসব ঘটনার বিচার চাই। সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, আপতত পরিস্থিতি শান্ত আছে। ধর্ষণ মামলা আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।