নিম্ন আদালতে পাসপোর্ট নিতে এসে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর অর্থ আত্মসাতের মামলায় আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান। দুদকের পক্ষে প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। নজরুল ইসলামের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী শাহিনুর ইসলাম ও বাবুল মিয়া। শুনানির পর তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
নজরুল ইসলামের আইনজীবী শাহিনুর ইসলাম বলেন, “হাই কোর্ট বিভাগ ‘কোম্পানি ম্যাটারে’ তার পাসপোর্ট জমা দিতে বলে। তার পাসপোর্টটি ছিল মহানগর দায়রা জজ আদালতে। আমরা আদালত থেকে বৃহস্পতিবার পাসপোর্ট নেয়ার পারমিশন পেয়েছিলাম।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
নিম্ন আদালতে পাসপোর্ট নিতে এসে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর অর্থ আত্মসাতের মামলায় আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান। দুদকের পক্ষে প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম রিমান্ডের পক্ষে শুনানি করেন। নজরুল ইসলামের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী শাহিনুর ইসলাম ও বাবুল মিয়া। শুনানির পর তাকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
নজরুল ইসলামের আইনজীবী শাহিনুর ইসলাম বলেন, “হাই কোর্ট বিভাগ ‘কোম্পানি ম্যাটারে’ তার পাসপোর্ট জমা দিতে বলে। তার পাসপোর্টটি ছিল মহানগর দায়রা জজ আদালতে। আমরা আদালত থেকে বৃহস্পতিবার পাসপোর্ট নেয়ার পারমিশন পেয়েছিলাম।