ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের ছাত্র জহিরুল ইসলাম মিঠু (২৪) হত্যার দায়ে পলাতক সহোদর দুই ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দণ্ডিত এলবার্ট ডেবিট রকি ও এলবার্ট ডেবিট সেন্টু সহোদর ভাই। তারা উপজেলার পৌর শহরের বাড়িওয়ালাপাড়া মহল্লার এলবার্ট ডেবিট বাদলের ছেলে। ময়মনসিংহের বিশেষ জজ ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় প্রদান দেন।
দীর্ঘ শুনানির পর স্বাক্ষী-প্রমাণের ভিত্তিতে এই রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদী পক্ষের আইনজীবী ও জজ আদালতের পিপি এডভোকেট আকরাম হোসেন ও এডভোকেট আব্দুস সোবহান সুলতান।
নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেশাদার খুনি ডেবিট রকি ও ডেবিট সেন্টুকে দিয়ে আমার একমাত্র ছেলে মিঠুকে নৃশংসভাবে হত্যা করে। সে অনার্স চুতর্থ বর্ষের ছাত্র ছিল। মৃত্যুদন্ডের আদেশে অত্যন্ত খুশি ও আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি এই রায় দ্রুত কার্যকর করার দাবী জানান তিনি। প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর পৌর শহরের পাটবাজারস্থ টিপু সুলতানের স্বর্নের দোকানে দণ্ডিতদের সাথে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে নিহত মিঠু ঝগড়া থামাতে গেলে ডেভিট রকি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মিঠুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর রকি, সেন্টু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক মামুনকে আসামী করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামুনকে বাদ দিয়ে রকি ও সেন্টুকে আসামী করে চার্জশীট প্রদান
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের ছাত্র জহিরুল ইসলাম মিঠু (২৪) হত্যার দায়ে পলাতক সহোদর দুই ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দণ্ডিত এলবার্ট ডেবিট রকি ও এলবার্ট ডেবিট সেন্টু সহোদর ভাই। তারা উপজেলার পৌর শহরের বাড়িওয়ালাপাড়া মহল্লার এলবার্ট ডেবিট বাদলের ছেলে। ময়মনসিংহের বিশেষ জজ ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় প্রদান দেন।
দীর্ঘ শুনানির পর স্বাক্ষী-প্রমাণের ভিত্তিতে এই রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন বাদী পক্ষের আইনজীবী ও জজ আদালতের পিপি এডভোকেট আকরাম হোসেন ও এডভোকেট আব্দুস সোবহান সুলতান।
নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেশাদার খুনি ডেবিট রকি ও ডেবিট সেন্টুকে দিয়ে আমার একমাত্র ছেলে মিঠুকে নৃশংসভাবে হত্যা করে। সে অনার্স চুতর্থ বর্ষের ছাত্র ছিল। মৃত্যুদন্ডের আদেশে অত্যন্ত খুশি ও আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি এই রায় দ্রুত কার্যকর করার দাবী জানান তিনি। প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর পৌর শহরের পাটবাজারস্থ টিপু সুলতানের স্বর্নের দোকানে দণ্ডিতদের সাথে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে নিহত মিঠু ঝগড়া থামাতে গেলে ডেভিট রকি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে মিঠুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর রকি, সেন্টু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক মামুনকে আসামী করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। পরে মামুনকে বাদ দিয়ে রকি ও সেন্টুকে আসামী করে চার্জশীট প্রদান