জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কাইজেরচর জহরের খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে একটি ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোরখালী ইউনিয়নের কাইজেরচর জহরের খেয়াঘাটে ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষের যাতায়াতে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। যমুনা নদীর এই শাখা নদীতে এখনো কোনো ব্রীজ না থাকায় স্কুল-কলেজগামী ও কোমলমতি শিশু শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সকল শ্রেণী পেশার লোকজন এমনকি জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে দুর্ভোগ ও ভোগান্তিতে রয়েছে।
মাদারগঞ্জে উপজেলার কাইজেরচর জহরের খেয়াঘাটে একটি ব্রীজের অভাবে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ। কাইজেরচরবাসীর একটাই দাবি — একটা ব্রিজ চাই!
বর্ষার মৌসুমে নদীতে পানি বাড়লে নৌকার উপর নির্ভর করতে হয়, আবার শুকনো মৌসুমে কাদা ও বালুচর পার হয়ে চলাচল করতে হয়। প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন, তবুও স্বাধীনতা যুদ্ধের ৫৪ বছর কেটে গেছে ও এখানে কোনো স্থায়ী ব্রিজ নির্মিত হয়নি। এ বিষয়ে স্হানীয় গণমাধ্যমে কর্মী সম্রাট অন্তর সংবাদ কে বলেন, কাইজেরচর জহরের খেয়াঘাট এলাকায় একটি ব্রিজ এখন সময়ের দাবি। উপজেলার দক্ষিণ এলাকার জনসাধারণের দাবি মাদারগঞ্জে জহরের খেয়াঘাটে ব্রিজের অভাবে দুর্ভোগ ও ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ। তই, কাইজেরচর একটা ব্রিজ চাই! অতি দ্রুত একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করে কাইজেরচর জনসাধারণের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটানো হোক।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ২৬ অক্টোবর ২০২৫
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কাইজেরচর জহরের খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে একটি ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫ নং জোরখালী ইউনিয়নের কাইজেরচর জহরের খেয়াঘাটে ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষের যাতায়াতে দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। যমুনা নদীর এই শাখা নদীতে এখনো কোনো ব্রীজ না থাকায় স্কুল-কলেজগামী ও কোমলমতি শিশু শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সকল শ্রেণী পেশার লোকজন এমনকি জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে দুর্ভোগ ও ভোগান্তিতে রয়েছে।
মাদারগঞ্জে উপজেলার কাইজেরচর জহরের খেয়াঘাটে একটি ব্রীজের অভাবে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ। কাইজেরচরবাসীর একটাই দাবি — একটা ব্রিজ চাই!
বর্ষার মৌসুমে নদীতে পানি বাড়লে নৌকার উপর নির্ভর করতে হয়, আবার শুকনো মৌসুমে কাদা ও বালুচর পার হয়ে চলাচল করতে হয়। প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন, তবুও স্বাধীনতা যুদ্ধের ৫৪ বছর কেটে গেছে ও এখানে কোনো স্থায়ী ব্রিজ নির্মিত হয়নি। এ বিষয়ে স্হানীয় গণমাধ্যমে কর্মী সম্রাট অন্তর সংবাদ কে বলেন, কাইজেরচর জহরের খেয়াঘাট এলাকায় একটি ব্রিজ এখন সময়ের দাবি। উপজেলার দক্ষিণ এলাকার জনসাধারণের দাবি মাদারগঞ্জে জহরের খেয়াঘাটে ব্রিজের অভাবে দুর্ভোগ ও ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ। তই, কাইজেরচর একটা ব্রিজ চাই! অতি দ্রুত একটি স্থায়ী ব্রীজ নির্মাণ করে কাইজেরচর জনসাধারণের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটানো হোক।