ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ওরা মানবিক কাজে ব্যস্ত সময় পার করে থাকে। জীবন জীবনের জন্য। জীবন বাঁচাতে ছুটে চলে তিন উপজেলার পথে প্রান্তরে। কখন হাসপাতালে। কখনো ক্লিনিকে। কখনো নিজের জেলার সীমানা পেড়িয়ে অন্য জেলায়। তাদের চিন্তা চেতনা যেন কল্যাণকর আর মানবিক। তাদের রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ। গ্রুপের মাধ্যমে কখনো নিজেরা, কখনো অন্যদের কাছে রক্ত সংগ্রহ করে দেন। নিজেরাও নিয়মিত দিচ্ছে। সিজার, রক্ত শূন্যতা, সড়ক দুর্ঘটনায় আহতসহ বিভিন্ন ধরনের বিপদ গ্রস্থ অসহায় মানুষদের রক্ত দেয়া আর সংগ্রহ করা যেন তাদের নিত্য দিনের রুটিন। স্বেচ্ছায় তারা এ মানবিক ব্যতিক্রম কাজ করে যাচ্ছে কয়েক বছর যাবক। এতে যোগ হয়েছে ছাত্র, ছোট খাট ব্যবসায়ী, গাড়ীর চালক, ছাত্রী, গৃহিণীসহ নানা শ্রেনী পেশার মানুষ। যেন তাদের একটা মানবিক প্লাটফর্ম। এ ফর্মে সবাই মানবিক চেতনায় গড়ে ওঠা। তারা মানুষের জন্য রক্ত দিতে ছুটে চলে নিরন্তর। তাদের রক্তে বেঁচে যাচ্ছে অনেক প্রাণ। সুস্থ হচ্ছে অনেক রোগী। বলছিলাম টাঙ্গাইলের সেচ্ছায় রক্তদান মধুপুর ধনবাড়ি ঘাটাইল গ্রুপর কথা। উত্তর টাঙ্গাইলের তিন উপজেলা মিলে তাদের এ সংগঠন।
টাঙ্গাইলের সেচ্ছায় রক্তদান মধুপুর-ধনবাড়ি-ঘাটাইল গ্রুপর ইমরান হাসান বলেন, মাদ্রাসায় পানির সমস্যা ছিল। তারা জেনে বিষয়টিকে গুরুত্ব দিয়ে গ্রুপর সহযোগিতায় একটি সাবমারসেবল পাম্প সেট করে দেয়। এতে তাদের এডমিন প্যাননেলের সকলের সহযোগিতায় ফান্ড করে তারা এক কাজ করেছে বলে জানান।
মাদ্রাসার প্রধান মোহতামিম মো সাইফুল ইসলাম বলেন, এক বছর যাবত মাদ্রাসাটি শুরু করেছে। পানীয় জলের সুব্যবস্থা ছিল না। স্বেচ্ছায় রক্তদান গ্রুপের তরুনরা একটি পাম্প সাবমারসিবল দিয়েছে। ফলে প্রতিষ্ঠানের অনেক উপকার হয়েছে। এ জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
ওরা মানবিক কাজে ব্যস্ত সময় পার করে থাকে। জীবন জীবনের জন্য। জীবন বাঁচাতে ছুটে চলে তিন উপজেলার পথে প্রান্তরে। কখন হাসপাতালে। কখনো ক্লিনিকে। কখনো নিজের জেলার সীমানা পেড়িয়ে অন্য জেলায়। তাদের চিন্তা চেতনা যেন কল্যাণকর আর মানবিক। তাদের রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ। গ্রুপের মাধ্যমে কখনো নিজেরা, কখনো অন্যদের কাছে রক্ত সংগ্রহ করে দেন। নিজেরাও নিয়মিত দিচ্ছে। সিজার, রক্ত শূন্যতা, সড়ক দুর্ঘটনায় আহতসহ বিভিন্ন ধরনের বিপদ গ্রস্থ অসহায় মানুষদের রক্ত দেয়া আর সংগ্রহ করা যেন তাদের নিত্য দিনের রুটিন। স্বেচ্ছায় তারা এ মানবিক ব্যতিক্রম কাজ করে যাচ্ছে কয়েক বছর যাবক। এতে যোগ হয়েছে ছাত্র, ছোট খাট ব্যবসায়ী, গাড়ীর চালক, ছাত্রী, গৃহিণীসহ নানা শ্রেনী পেশার মানুষ। যেন তাদের একটা মানবিক প্লাটফর্ম। এ ফর্মে সবাই মানবিক চেতনায় গড়ে ওঠা। তারা মানুষের জন্য রক্ত দিতে ছুটে চলে নিরন্তর। তাদের রক্তে বেঁচে যাচ্ছে অনেক প্রাণ। সুস্থ হচ্ছে অনেক রোগী। বলছিলাম টাঙ্গাইলের সেচ্ছায় রক্তদান মধুপুর ধনবাড়ি ঘাটাইল গ্রুপর কথা। উত্তর টাঙ্গাইলের তিন উপজেলা মিলে তাদের এ সংগঠন।
টাঙ্গাইলের সেচ্ছায় রক্তদান মধুপুর-ধনবাড়ি-ঘাটাইল গ্রুপর ইমরান হাসান বলেন, মাদ্রাসায় পানির সমস্যা ছিল। তারা জেনে বিষয়টিকে গুরুত্ব দিয়ে গ্রুপর সহযোগিতায় একটি সাবমারসেবল পাম্প সেট করে দেয়। এতে তাদের এডমিন প্যাননেলের সকলের সহযোগিতায় ফান্ড করে তারা এক কাজ করেছে বলে জানান।
মাদ্রাসার প্রধান মোহতামিম মো সাইফুল ইসলাম বলেন, এক বছর যাবত মাদ্রাসাটি শুরু করেছে। পানীয় জলের সুব্যবস্থা ছিল না। স্বেচ্ছায় রক্তদান গ্রুপের তরুনরা একটি পাম্প সাবমারসিবল দিয়েছে। ফলে প্রতিষ্ঠানের অনেক উপকার হয়েছে। এ জন্য তিনি কৃতজ্ঞতা জানান।