ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরেট নন-গেজেট কর্মকর্তা-কর্মচারী পরিবারের উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কালেক্টরেট নন-গেজেট সরকারি কর্মচারী কল্যাণ সমবায় সমিতির আহ্বায়ক এম. এম. জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মিয়া এবং জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. শাহজাদা খান প্রমুখ।
বক্তারা বলেন, “সরকারের বৈধ আদেশ বাস্তবায়ন করা সরকারি কর্মচারীদের দায়িত্ব। কিন্তু এ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীরা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন—এটি অত্যন্ত দুঃখজনক।” তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে মঙ্গলবার কালেক্টরেট নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারী পরিবার জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার এলাকার পুরাতন বাঁশপট্টির প্রায় ০.২০৯৪ একর সরকারি জমি সম্প্রতি ৩৩টি একসনা বন্দোবস্ত মামলার মাধ্যমে লিজ প্রদান করে প্রশাসন। তবে ওই জমি ট্রাকস্ট্যান্ড হিসেবে ব্যবহারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা লিজ বাতিলের দাবি তোলেন।
গত ২২ অক্টোবর লিজকৃত জায়গা রক্ষণাবেক্ষণে গেলে দুর্বৃত্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে ১৫ জন আহত হন। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে সদর মডেল থানায় দুটি মামলা করা হয়েছে। মামলাগুলোতে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এদিকে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ওই লিজ বাতিলের সিদ্ধান্তের কথা জানান।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কর্মচারীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরেট নন-গেজেট কর্মকর্তা-কর্মচারী পরিবারের উদ্যোগে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কালেক্টরেট নন-গেজেট সরকারি কর্মচারী কল্যাণ সমবায় সমিতির আহ্বায়ক এম. এম. জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল মিয়া এবং জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. শাহজাদা খান প্রমুখ।
বক্তারা বলেন, “সরকারের বৈধ আদেশ বাস্তবায়ন করা সরকারি কর্মচারীদের দায়িত্ব। কিন্তু এ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীরা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন—এটি অত্যন্ত দুঃখজনক।” তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে মঙ্গলবার কালেক্টরেট নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারী পরিবার জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার এলাকার পুরাতন বাঁশপট্টির প্রায় ০.২০৯৪ একর সরকারি জমি সম্প্রতি ৩৩টি একসনা বন্দোবস্ত মামলার মাধ্যমে লিজ প্রদান করে প্রশাসন। তবে ওই জমি ট্রাকস্ট্যান্ড হিসেবে ব্যবহারের দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা লিজ বাতিলের দাবি তোলেন।
গত ২২ অক্টোবর লিজকৃত জায়গা রক্ষণাবেক্ষণে গেলে দুর্বৃত্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে ১৫ জন আহত হন। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে সদর মডেল থানায় দুটি মামলা করা হয়েছে। মামলাগুলোতে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এদিকে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ওই লিজ বাতিলের সিদ্ধান্তের কথা জানান।