চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—রাউজান উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ, বাগোয়ান ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ইসমাইল, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল, বিএনপি কর্মী সোহেল এবং ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম।
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর কেউ আটক হয়নি বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে আধিপত্যের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তারুকদার বলেন, রাউজান থেকে গুলিবিদ্ধ পাঁচজনকে রাত ১টার দিকে হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে দুজনকে স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। বর্তমানে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন—রাউজান উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ, বাগোয়ান ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ইসমাইল, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল, বিএনপি কর্মী সোহেল এবং ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম।
রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর কেউ আটক হয়নি বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে আধিপত্যের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তারুকদার বলেন, রাউজান থেকে গুলিবিদ্ধ পাঁচজনকে রাত ১টার দিকে হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে দুজনকে স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। বর্তমানে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।