মোহনগঞ্জ (নেত্রকোনা) : সবুজ ধানের শীষে এখন সোনালি রঙের আভা -সংবাদ
ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। বিচিত্র বৈচিত্র্য নিয়ে হাজির হয় এক একটি ঋতু। ঋতু বৈচিত্র্যে এখন হেমন্তকাল। হেমন্ত মানে নতুন ধানের মৌ মৌ গন্ধে আমোদিত চারদিক। চলছে আমনের মৌসুম। মাঠে মাঠে এখন আমন ধানের ছড়াছড়ি। সবুজ ধানের শীষে এখন সোনালি রঙের আভা। ধীরে ধীরে সবুজের মাঠে সোনালী রঙের ঝিলিক চড়াচ্ছে। কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। আর কয়েকদিন পরেই পুরো মাঠ সোনালি চাদরে ঢেকে যাবে। আগাম জাতের ধান কিছু কিছু কাটা শুরু হলেও পুরোদমে কাটা শুরু হতে আরো কিছুদিন লাগবে বলে কৃষকরা জানান। বাংলাদেশের কৃষি মুলত আবহাওয়ার উপর নির্ভরশীল। একটা না একটা আপদ লেগেই থাকে। আমনের ক্ষেত্রেও তা পিছু ছাড়েনি। কোথাও কোথাও ইঁদুর ও পোকার আক্রমণে আমনের ক্ষতি হয়েছে। তাছাড়া বৃষ্টি বাতাসে অনেক জায়গায় উঠতি আমন ধান লেপ্টে গিয়েছে। তাই ফলনে কিছুটা কমতি হবেই। এসব বাধা বিপত্তি উৎরিয়ে কৃষক বুক বাধে কাঙ্খিত ফসল ঘরে তুলার। জনৈক কৃষক বলেন, ক্ষয়ক্ষতি তো আছেই তার পরও আশা করছি আমন ফসিলডা ভালামতে ঘরে আনার।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মোহনগঞ্জ (নেত্রকোনা) : সবুজ ধানের শীষে এখন সোনালি রঙের আভা -সংবাদ
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। বিচিত্র বৈচিত্র্য নিয়ে হাজির হয় এক একটি ঋতু। ঋতু বৈচিত্র্যে এখন হেমন্তকাল। হেমন্ত মানে নতুন ধানের মৌ মৌ গন্ধে আমোদিত চারদিক। চলছে আমনের মৌসুম। মাঠে মাঠে এখন আমন ধানের ছড়াছড়ি। সবুজ ধানের শীষে এখন সোনালি রঙের আভা। ধীরে ধীরে সবুজের মাঠে সোনালী রঙের ঝিলিক চড়াচ্ছে। কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি। আর কয়েকদিন পরেই পুরো মাঠ সোনালি চাদরে ঢেকে যাবে। আগাম জাতের ধান কিছু কিছু কাটা শুরু হলেও পুরোদমে কাটা শুরু হতে আরো কিছুদিন লাগবে বলে কৃষকরা জানান। বাংলাদেশের কৃষি মুলত আবহাওয়ার উপর নির্ভরশীল। একটা না একটা আপদ লেগেই থাকে। আমনের ক্ষেত্রেও তা পিছু ছাড়েনি। কোথাও কোথাও ইঁদুর ও পোকার আক্রমণে আমনের ক্ষতি হয়েছে। তাছাড়া বৃষ্টি বাতাসে অনেক জায়গায় উঠতি আমন ধান লেপ্টে গিয়েছে। তাই ফলনে কিছুটা কমতি হবেই। এসব বাধা বিপত্তি উৎরিয়ে কৃষক বুক বাধে কাঙ্খিত ফসল ঘরে তুলার। জনৈক কৃষক বলেন, ক্ষয়ক্ষতি তো আছেই তার পরও আশা করছি আমন ফসিলডা ভালামতে ঘরে আনার।