ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সিলেটে গাড়ি মেরামতের দোকানে অগ্নিকাণ্ডে এক্স নোহা, মাইক্রোবাস, ৩টি মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপসহ ১৩টি গাড়ি পুড়ে গেছে। এ ছাড়া ২টি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে গাড়ি মেরামতের দোকান ও ২টি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের ১ ঘণ্টা বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহতের হওয়ার সংবাদ পাওয়া যায়নি। এটি পরিকল্পিত নাকি দুর্বৃত্তদের কাজ পুলিশ তা খতিয়ে দেখছে। আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া।
আগুনে ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকান পুরোপুরি পুড়ে গেছে। দোকানটিতে থাকা ১০টি গাড়ি পুড়ে গেছে। আগুনে ওই দোকানের ভেতরে থাকা গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে। এর পাশাপাশি আশপাশের আরও ২টি ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। ফায়ার সার্ভিস পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ভেতরে কোনো দাহ্য পদার্থ আছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, পাশাপাশি দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
সিলেটে গাড়ি মেরামতের দোকানে অগ্নিকাণ্ডে এক্স নোহা, মাইক্রোবাস, ৩টি মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপসহ ১৩টি গাড়ি পুড়ে গেছে। এ ছাড়া ২টি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে গাড়ি মেরামতের দোকান ও ২টি ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের ১ ঘণ্টা বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহতের হওয়ার সংবাদ পাওয়া যায়নি। এটি পরিকল্পিত নাকি দুর্বৃত্তদের কাজ পুলিশ তা খতিয়ে দেখছে। আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া।
আগুনে ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকান পুরোপুরি পুড়ে গেছে। দোকানটিতে থাকা ১০টি গাড়ি পুড়ে গেছে। আগুনে ওই দোকানের ভেতরে থাকা গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে। এর পাশাপাশি আশপাশের আরও ২টি ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। ফায়ার সার্ভিস পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ভেতরে কোনো দাহ্য পদার্থ আছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, পাশাপাশি দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।