ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কে থামিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে কর অঞ্চলের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। বাসটির ভেতরে চালক ও তার সহযোগী ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপ পেয়ে তারা জেগে ওঠেন এবং দ্রুত বেরিয়ে যেতে সক্ষম হন, যোগ করেন তিনি।
বাসটির চালক মো. নাসির বলেন, তারা নারায়ণগঞ্জ শহরের একটি পোশাক কারখানার শ্রমিক পরিবহন করেন। গতরাতে শ্রমিকদের গন্তব্যে নামিয়ে বাসটি সড়কের উপরে থামিয়ে রেখে তিনি ও তার সহযোগী নয়ন ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে আগুনের তাপে ঘুম ভাঙলে দেখি ড্রাইভার সিটে আগুন জ্বলছে। তখন আমরা ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে যায়। কারা আগুন দিয়ে ঘুমে থাকায় দেখিনি, যোগ করেন বাস চালক নাসির। এ বিষয়ে ফতুল্লা থানার ওসি আনোয়ার বলেন, আগুনে বাসটির সামনের অল্প কিছু অংশ পুড়ে গেছে। চালক ও হেলপারও অক্ষত আছেন, তারা আহত হননি। দ্রুতই বেরিয়ে যেতে পেরেছিলেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আগুনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কে থামিয়ে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে কর অঞ্চলের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। বাসটির ভেতরে চালক ও তার সহযোগী ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপ পেয়ে তারা জেগে ওঠেন এবং দ্রুত বেরিয়ে যেতে সক্ষম হন, যোগ করেন তিনি।
বাসটির চালক মো. নাসির বলেন, তারা নারায়ণগঞ্জ শহরের একটি পোশাক কারখানার শ্রমিক পরিবহন করেন। গতরাতে শ্রমিকদের গন্তব্যে নামিয়ে বাসটি সড়কের উপরে থামিয়ে রেখে তিনি ও তার সহযোগী নয়ন ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে আগুনের তাপে ঘুম ভাঙলে দেখি ড্রাইভার সিটে আগুন জ্বলছে। তখন আমরা ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে যায়। কারা আগুন দিয়ে ঘুমে থাকায় দেখিনি, যোগ করেন বাস চালক নাসির। এ বিষয়ে ফতুল্লা থানার ওসি আনোয়ার বলেন, আগুনে বাসটির সামনের অল্প কিছু অংশ পুড়ে গেছে। চালক ও হেলপারও অক্ষত আছেন, তারা আহত হননি। দ্রুতই বেরিয়ে যেতে পেরেছিলেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আগুনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।