alt

বিভিন্ন স্থানে আগুন ও হাতবোমা

সংবাদ অনলাইন রিপোর্ট : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সোমবার,(১৭ নভেম্বর ২০২৫) ও দেশের বিভিন্ন স্থানে যানবাহন, প্রতিষ্ঠানে আগুন ও ককটেল নিক্ষেপ করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এরমধ্যে রাজধানীর মেরুল বাড্ডা, মোহাম্মদপুর, সাভার, নারায়ণগঞ্জ, ধামরাই ও চট্টগ্রাম এলাকায় বাস, ট্রাক ও লেগুনায় আগুন দেয়া হয়েছে। এছাড়া ঢাকায় কয়েকটি জায়গায় হাতবোমার বিস্ফোরণও হয়েছে। গতকাল রোববার রাত থেকে সোমবার পর্যন্ত গাড়িতে আগুন দেয়া ও হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন লিমা খানম।

তুরাগে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে ঢুকে গাড়িতে আগুন

শঙ্কা ও আতঙ্কে ঢাকায় কড়া নিরাপত্তা

তিনি বলেন, মোহাম্মদপুরের বাবর রোডে এদিন ভোর ৬টায় একটি মিনি ট্রাকে আগুন দেয়া হয়। এরআগে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে রাত দেড়টার দিকে একটি বাসে, দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়ায় রাত ১০টার পরে একটি লেগুনায় এবং রাত সাড়ে ১০টার দিকে ধামরাইয়ের দুলিভিটায় একটি বাসে আগুনের ঘটনা ঘটে।

বনানী থানার পুলিশ বলছে, মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে পানির ট্যাঙ্কের সামনে একটি বাসে আগুন দেয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কাছে এই ঘটনার কোনো তথ্য নেই। এছাড়া মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে এবং আমতলী মোড়ে ককটেলের বিস্ফোরণের তথ্য দিয়ে বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, ওই এলাকায় পরিত্যক্ত একটি বাসে আগুন দেয়া হলেও, সেই আগুন বেশি ছড়ায়নি। তিন মাস ধরে বাসটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছেন ওসি সরোয়ার।

জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে গতকাল রোববার ও সোমবার ফের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। তাদের এ কর্মসূচির মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজির পাশাপাশি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটছে। এরমধ্যে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তুরাগে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে ঢুকে গাড়িতে আগুন

রাজধানীর তুরাগে ঢাকা ১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানের ভাইয়ের বাসায় ঢুকে বিক্ষুব্ধ লোকজন একটি গাড়িতে আগুন দিয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এ নেতার বাড়ির পাশে অবস্থিত তার ভাই নাদিম হাসানের বাসার সীমানার ভেতরে থাকা একটি মাইক্রোবাসে আগুন দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে বলে জানান তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম। আগুনে মাইক্রোবাসটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। দূর থেকে ওই বাড়ির ভেতর থেকে ধোয়া বের হতে হতে দেখেছেন এলাকাবাসীর অনেকে। তারা মনে করেছেন সাবেক সংসদ সদস্যের বাসায় আগুন লেগেছে।

মানিকগঞ্জে এক ঘণ্টায় চার হাতবোমা বিস্ফোরণ, আহত ২

মানিকগঞ্জে শহরে এক ঘণ্টার মধ্যে চারটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে দুইজন আহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনা ঘটে গতকাল রোববার রাত ১০টা-১১টার মধ্যে, শহরের বাসস্ট্যান্ড, সদর হাসপাতালসংলগ্ন ইউনাইটেড হাসপাতাল এলাকা ও গোলড়া হাইওয়ে থানা এলাকায় এসব বিস্ফোরণ ঘটেছে সদর থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানিয়েছেন। এ ঘটনায় ঘটনায় সাগর হোসেন (১৭) ও নবীর হোসেন (৫২) নামের দুই জন রিকশাচালক আহত হয়েছেন। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পুলিশ সন্দেহভাজন হিসেবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলেও জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা বলেছেন, হাতবোমা বিস্ফোরণের প্রথম ঘটনাটি ঘটে রাত ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে পরপর দুইটি হাতবোমার বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, পথচারীদের মধ্যে দেখা দেয় হুড়োহুড়ি। এরপর রাত ১০টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালের সামনে আরও একটি হামবোমা হামলার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর গোলড়া হাইওয়ে থানার সামনে আরও একটি হাতবোমার বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা ও সংশ্লিষ্ট সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছড়া শহরে টহলও জোরদার করেছে পুলিশ।

চট্টগ্রামে বাসে আগুন

চট্টগ্রামের কাঠগড় এলাকায় মধ্যরাতে সড়কের পাশে রাখা সিটি সার্ভিসের একটি বাসে আগুন দেয়া হয়েছে। পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, গতকাল রোববার রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের একটি গাড়ি গিয়ে আগুন নেভায়। এর আগে বেশ কিছু অংশ পুড়ে যায়।

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রোববার গভীর রাতে উপজেলার গোসাইবাড়ী-বানিয়াজান সড়কের ফকিরপাড়া এলাকায় গোসাইবাড়ী শাখা কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে বলে ধুনট থানার ওসি সাইদুল ইসলাম জানান। গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে তারা প্রস্তুত ছিলেন। আগুন নিয়ন্ত্রণের জন্য বালু ও পানি রেখেছিলেন। নৈশপ্রহরীর পাশাপাশি নিজেরাও জেগে ছিলেন।

মানিকগঞ্জের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি স্কুলের বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার সকালে ঢাকার আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান শিবালয় থানা ওসি এস এম আমানউল্লাহ। গ্রেপ্তারকৃত মোনায়িম মোস্তাকিম রহমান খান অনিক শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ঘোনাপাড়া এলাকার প্রয়াত সাইফুর রহমান খান সুলতানের ছেলে। অনিকের চাচা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু শিবালয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি। এরআগে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকার দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাসটিতে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান তাজেস দগ্ধ হন।

শঙ্কা ও আতঙ্কে ঢাকায় কড়া নিরাপত্তা

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা কর্মসূচির মধ্যে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, তল্লাশি আর গ্রেপ্তারের ঘটনায় তৈরি হয়েছে শঙ্কার পরিবেশ। এ অবস্থায় হামলাকারীদের ঠেকাতে ঢাকার পুলিশের নানা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর, এবার গুলির নির্দেশনা নিয়ে মাঠে নেমেছেন বাহিনীর সদস্যরা। মোতায়েন করা হয়েছে বিজিবি, বাড়ানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-আইসিটির নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তায় আগে থেকেই মাঠে আছে সেনাবাহিনী।

কর্মদিবসের প্রথম দিন গতকাল রোববার সকালে রাজধানীর সড়কগুলো যানজটময় হয়ে উঠতে না উঠতেই ইস্কাটন এলাকায় পাওয়া যায় ককটেল বিস্ফোরণের শব্দ। আহত হন একজন পথচারী। এরপর রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় আরও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার উত্তর দিকে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতে জুরাইন ও বাংলামোটরে হাতবোমার বিস্ফোরণ হয়।

সার্ক ফোয়ারার ঘটনায় পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলছেন, ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়। এতে কেউ হতাহত হয়নি। এছাড়া ঢাকার সেন্ট্রাল রোডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ‘জোড়া হাতবোমা বিস্ফোরণ’ হওয়ার কথা বলেছে পুলিশ। বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের এসব ঘটনায় হাতেনাতে কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

নগরজুড়ে টহল বাড়ানো, তল্লাশি চৌকি স্থাপন, হোটেল-মেসসহ সন্দেহজনক আবাসনে তল্লাশি মতো অনেক পদক্ষেপের মধ্যে শতাধিক গ্রেপ্তারের খবরও দিয়েছে পুলিশ। কিন্তু তাতে বন্ধ হয়নি যানবাহনে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণ। এসব ঠেকাতে শেষ পর্যন্ত গতকাল রোববার বিকেলে গুলির নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পুলিশ তৎপর থাকার কথা জানালেও শঙ্কা কাটছে না মানুষের। শেখ হাসিনার মামলার রায়কে সামনে রেখে হামলার ঘটনা আরও বাড়তে পারে, এই শঙ্কাও রয়েছে মানুষের মনে।

ছবি

সব অভিযোগ ‘মিথ্যা’, আত্মপক্ষ সমর্থনের ‘সুযোগ মেলেনি’, বললেন হাসিনা

ছবি

মৌসুম শুরু হলেও এখনও খালি পড়ে আছে লবণ মাঠ

ছবি

মানিকগঞ্জে ১৪ মাসে হত্যাকাণ্ড ২৩টি, ৪১ অজ্ঞাত লাশ উদ্ধার

ছবি

সাদুল্লাপুরে বিনামূল্যে হুইলচেয়ার ও ছাগল বিতরণ

ছবি

কিশোরগঞ্জে গ্রামীণ ব্যাংকে আগুন রাস্তায় গাছ ফেলে অবরোধ

ছবি

নারায়ণগঞ্জে থামিয়ে রাখা বাসে আগুন

ছবি

মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়কে দেড় শতাধিক গর্ত

ছবি

পাখির কলধ্বনিতে মুখর গলাচিপার চরাঞ্চল

ছবি

ঘোড়াশালে ফুটপাতে শীতবস্ত্র কিনতে ক্রেতাদের ভিড়

ছবি

গাজীপুরে রেড ক্রিসেন্টের নির্বাচন: বহুল পরিচিত মৃতরাও ভোটার

ছবি

নাইক্ষ্যংছড়িতে আরকান আর্মির সদস্য সন্দেহে একজন গ্রেপ্তার, ‘মাদকচক্রে জড়িত’ থাকার অভিযোগ

ছবি

শেরপুরে আমন ধানের পর আলু চাষে চিন্তা কৃষকের

ছবি

চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়ার প্রকোপ

ছবি

কলারোয়ায় ইউএনও’র বিদায় সংবর্ধনা

ছবি

হাটহাজারীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

ছবি

কেশবপুরে বৈদ্যুতিক সেচ পাম্পের ট্রান্সফরমার চুরিতে বিপাকে কৃষক

ছবি

লালপুরে নারী প্রলোভনে চাঁদা আদায়, চক্রের দুই প্রতারক গ্রেপ্তার

ছবি

বাগেরহাটে নাগরিক প্লাটফর্মের সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

ছবি

নবীনগর প্রাত:ভ্রমণ এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি

রায়গঞ্জে ফিস্টুলা রোগী সনাক্তকরণ সংক্রান্ত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ছবি

বাগেরহাটে খাস জমি ব্যক্তি মালিকানায় রেকর্ডের অভিযোগ

ছবি

সিলেটে ১৩ গাড়ি পুড়ে ছাঁই

ছবি

গাজনার বিলপাবনার শস্যভান্ডারে জলাবদ্ধতা পেঁয়াজ চাষে বিপর্যয়ের আশঙ্কা

ছবি

সিরাজগঞ্জের জেলে পরিবারের সব খরচই যেন যমুনা নদীর দান

ছবি

সিংগাইরে ইসলামী ব্যাংক শাখায় অগ্নিকা-, ৩০ লাখ টাকার ক্ষতি

ছবি

হারিয়ে যাচ্ছে নবান্ন উৎসব, নেই পিঠাপুলির ধুম

ছবি

নড়বড়ে সাঁকোতে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পারাপার

ছবি

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি

চাঁপাইনবাবগঞ্জে মডেল প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

ছবি

সোনালি ধানের ঢেউয়ে নবান্ন উৎসব

ছবি

গজারিয়া উপজেলা পোস্ট অফিসে লোকবল সংকট

ছবি

বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

ছবি

গজারিয়ায় মৃত্তিকার গুনাগুন বিষয়ক প্রশিক্ষণ

ছবি

চকরিয়ার মানিকপুরে তিনটি পরিবেশবান্ধব ঝিকঝাক ইটভাটা উচ্ছেদ

ছবি

জন্ম- মৃত্যু নিবন্ধনে টানা পঞ্চমবারের মতো শীর্ষে দুমকি উপজেলা

ছবি

বোয়ালখালীতে কৃষকের গরু চুরি

tab

বিভিন্ন স্থানে আগুন ও হাতবোমা

সংবাদ অনলাইন রিপোর্ট

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

সোমবার,(১৭ নভেম্বর ২০২৫) ও দেশের বিভিন্ন স্থানে যানবাহন, প্রতিষ্ঠানে আগুন ও ককটেল নিক্ষেপ করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এরমধ্যে রাজধানীর মেরুল বাড্ডা, মোহাম্মদপুর, সাভার, নারায়ণগঞ্জ, ধামরাই ও চট্টগ্রাম এলাকায় বাস, ট্রাক ও লেগুনায় আগুন দেয়া হয়েছে। এছাড়া ঢাকায় কয়েকটি জায়গায় হাতবোমার বিস্ফোরণও হয়েছে। গতকাল রোববার রাত থেকে সোমবার পর্যন্ত গাড়িতে আগুন দেয়া ও হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানিয়েছেন লিমা খানম।

তুরাগে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে ঢুকে গাড়িতে আগুন

শঙ্কা ও আতঙ্কে ঢাকায় কড়া নিরাপত্তা

তিনি বলেন, মোহাম্মদপুরের বাবর রোডে এদিন ভোর ৬টায় একটি মিনি ট্রাকে আগুন দেয়া হয়। এরআগে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে রাত দেড়টার দিকে একটি বাসে, দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়ায় রাত ১০টার পরে একটি লেগুনায় এবং রাত সাড়ে ১০টার দিকে ধামরাইয়ের দুলিভিটায় একটি বাসে আগুনের ঘটনা ঘটে।

বনানী থানার পুলিশ বলছে, মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে পানির ট্যাঙ্কের সামনে একটি বাসে আগুন দেয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কাছে এই ঘটনার কোনো তথ্য নেই। এছাড়া মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে এবং আমতলী মোড়ে ককটেলের বিস্ফোরণের তথ্য দিয়ে বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, ওই এলাকায় পরিত্যক্ত একটি বাসে আগুন দেয়া হলেও, সেই আগুন বেশি ছড়ায়নি। তিন মাস ধরে বাসটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছেন ওসি সরোয়ার।

জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে গতকাল রোববার ও সোমবার ফের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। তাদের এ কর্মসূচির মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজির পাশাপাশি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটছে। এরমধ্যে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তুরাগে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে ঢুকে গাড়িতে আগুন

রাজধানীর তুরাগে ঢাকা ১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসানের ভাইয়ের বাসায় ঢুকে বিক্ষুব্ধ লোকজন একটি গাড়িতে আগুন দিয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এ নেতার বাড়ির পাশে অবস্থিত তার ভাই নাদিম হাসানের বাসার সীমানার ভেতরে থাকা একটি মাইক্রোবাসে আগুন দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে বলে জানান তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম। আগুনে মাইক্রোবাসটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। দূর থেকে ওই বাড়ির ভেতর থেকে ধোয়া বের হতে হতে দেখেছেন এলাকাবাসীর অনেকে। তারা মনে করেছেন সাবেক সংসদ সদস্যের বাসায় আগুন লেগেছে।

মানিকগঞ্জে এক ঘণ্টায় চার হাতবোমা বিস্ফোরণ, আহত ২

মানিকগঞ্জে শহরে এক ঘণ্টার মধ্যে চারটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে দুইজন আহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনা ঘটে গতকাল রোববার রাত ১০টা-১১টার মধ্যে, শহরের বাসস্ট্যান্ড, সদর হাসপাতালসংলগ্ন ইউনাইটেড হাসপাতাল এলাকা ও গোলড়া হাইওয়ে থানা এলাকায় এসব বিস্ফোরণ ঘটেছে সদর থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানিয়েছেন। এ ঘটনায় ঘটনায় সাগর হোসেন (১৭) ও নবীর হোসেন (৫২) নামের দুই জন রিকশাচালক আহত হয়েছেন। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পুলিশ সন্দেহভাজন হিসেবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলেও জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা বলেছেন, হাতবোমা বিস্ফোরণের প্রথম ঘটনাটি ঘটে রাত ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। সেখানে পরপর দুইটি হাতবোমার বিস্ফোরণ হয়। বোমা বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, পথচারীদের মধ্যে দেখা দেয় হুড়োহুড়ি। এরপর রাত ১০টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালের সামনে আরও একটি হামবোমা হামলার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর গোলড়া হাইওয়ে থানার সামনে আরও একটি হাতবোমার বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই বাসস্ট্যান্ড, হাসপাতাল এলাকা ও সংশ্লিষ্ট সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছড়া শহরে টহলও জোরদার করেছে পুলিশ।

চট্টগ্রামে বাসে আগুন

চট্টগ্রামের কাঠগড় এলাকায় মধ্যরাতে সড়কের পাশে রাখা সিটি সার্ভিসের একটি বাসে আগুন দেয়া হয়েছে। পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, গতকাল রোববার রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের একটি গাড়ি গিয়ে আগুন নেভায়। এর আগে বেশ কিছু অংশ পুড়ে যায়।

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

বগুড়ার ধুনট উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল রোববার গভীর রাতে উপজেলার গোসাইবাড়ী-বানিয়াজান সড়কের ফকিরপাড়া এলাকায় গোসাইবাড়ী শাখা কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে বলে ধুনট থানার ওসি সাইদুল ইসলাম জানান। গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে তারা প্রস্তুত ছিলেন। আগুন নিয়ন্ত্রণের জন্য বালু ও পানি রেখেছিলেন। নৈশপ্রহরীর পাশাপাশি নিজেরাও জেগে ছিলেন।

মানিকগঞ্জের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি স্কুলের বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার সকালে ঢাকার আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান শিবালয় থানা ওসি এস এম আমানউল্লাহ। গ্রেপ্তারকৃত মোনায়িম মোস্তাকিম রহমান খান অনিক শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ঘোনাপাড়া এলাকার প্রয়াত সাইফুর রহমান খান সুলতানের ছেলে। অনিকের চাচা বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু শিবালয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি। এরআগে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকার দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসটিতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাসটিতে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান তাজেস দগ্ধ হন।

শঙ্কা ও আতঙ্কে ঢাকায় কড়া নিরাপত্তা

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ডাকা কর্মসূচির মধ্যে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, নগরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, তল্লাশি আর গ্রেপ্তারের ঘটনায় তৈরি হয়েছে শঙ্কার পরিবেশ। এ অবস্থায় হামলাকারীদের ঠেকাতে ঢাকার পুলিশের নানা উদ্যোগ ব্যর্থ হওয়ার পর, এবার গুলির নির্দেশনা নিয়ে মাঠে নেমেছেন বাহিনীর সদস্যরা। মোতায়েন করা হয়েছে বিজিবি, বাড়ানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-আইসিটির নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তায় আগে থেকেই মাঠে আছে সেনাবাহিনী।

কর্মদিবসের প্রথম দিন গতকাল রোববার সকালে রাজধানীর সড়কগুলো যানজটময় হয়ে উঠতে না উঠতেই ইস্কাটন এলাকায় পাওয়া যায় ককটেল বিস্ফোরণের শব্দ। আহত হন একজন পথচারী। এরপর রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় আরও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার উত্তর দিকে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতে জুরাইন ও বাংলামোটরে হাতবোমার বিস্ফোরণ হয়।

সার্ক ফোয়ারার ঘটনায় পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলছেন, ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়। এতে কেউ হতাহত হয়নি। এছাড়া ঢাকার সেন্ট্রাল রোডে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ‘জোড়া হাতবোমা বিস্ফোরণ’ হওয়ার কথা বলেছে পুলিশ। বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের এসব ঘটনায় হাতেনাতে কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

নগরজুড়ে টহল বাড়ানো, তল্লাশি চৌকি স্থাপন, হোটেল-মেসসহ সন্দেহজনক আবাসনে তল্লাশি মতো অনেক পদক্ষেপের মধ্যে শতাধিক গ্রেপ্তারের খবরও দিয়েছে পুলিশ। কিন্তু তাতে বন্ধ হয়নি যানবাহনে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণ। এসব ঠেকাতে শেষ পর্যন্ত গতকাল রোববার বিকেলে গুলির নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পুলিশ তৎপর থাকার কথা জানালেও শঙ্কা কাটছে না মানুষের। শেখ হাসিনার মামলার রায়কে সামনে রেখে হামলার ঘটনা আরও বাড়তে পারে, এই শঙ্কাও রয়েছে মানুষের মনে।

back to top