ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কলারোয়ায় মানব পাচার প্রতিরোধে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদহল রুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ওই সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় পাচারকারীরা নানা কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক তথ্য না জানার ফলে অনেকেই ঝুঁকিপূর্ণ পথে গিয়ে বিপন্ন অবস্থায় পড়েন। মানব পাচার প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দালালচক্রের কার্যক্রম রোধে সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি অভিবাসন প্রশিক্ষণ, স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি এবং কমিউনিটি পর্যায়ে প্রচার-প্রচারণা আরও জোরদার করা জরুরি। সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা আব্দুল মুজিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়ক মো. হুমায়ূন রশিদ ও ইকোনমিক রিইন্টিগ্রেশনের সেক্টর বিশেষজ্ঞ ইমরান হোসেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
কলারোয়ায় মানব পাচার প্রতিরোধে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদহল রুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের আওতায় ওই সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় পাচারকারীরা নানা কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক তথ্য না জানার ফলে অনেকেই ঝুঁকিপূর্ণ পথে গিয়ে বিপন্ন অবস্থায় পড়েন। মানব পাচার প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দালালচক্রের কার্যক্রম রোধে সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি অভিবাসন প্রশিক্ষণ, স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি এবং কমিউনিটি পর্যায়ে প্রচার-প্রচারণা আরও জোরদার করা জরুরি। সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ কর্মকর্তা আব্দুল মুজিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়ক মো. হুমায়ূন রশিদ ও ইকোনমিক রিইন্টিগ্রেশনের সেক্টর বিশেষজ্ঞ ইমরান হোসেন।