চুয়াডাঙ্গা : ডাকাতকবলিত নৈশকোচ -সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের নৈশকোচে গাছ ফেলে রাস্তা অবরোধ করে সংঘবদ্ধ ডাকাতদল যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার ১৮ নভেম্বর ভোর সাড়ে ৪টা থেকে সারে ৫টার মধ্যে ঘটে এ ঘটনাটি।
স্থানীয় সূত্র জানায়, সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে ইকোপার্কের ঠিক সামনে আগেই ছোট আকারের দুটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখা হয়। এতে প্রথমে একটি পিকআপ ভ্যানের গতি রোধ হয়। পরে সেই পিকআপ ভ্যানকে ব্যবহার করে ডাকাতরা পুরো রাস্তা আটকে দেয়। কিছুক্ষণ পর ঢাকামুখী যাত্রীবাহী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৫২৪১) সেখানে পৌছালে গাড়িটি থামতে বাধ্য হয়।
এসময় ৭-৮ জনের ডাকাতচক্র দেশিয় চাপাতি, লাঠি ও ধারালো অস্ত্র হাতে গাড়ির দিকে ধেয়ে আসে। তারা প্রথমেই বাসচালক মো. ফয়সালকে লাঠি দিয়ে পিটিয়ে হাতে আঘাত করে। এরপর বাসে উঠে প্রায় ৭-৮ জন যাত্রীর কাছ থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা এবং ৭-৮টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ডাকাতরা গাড়ির দু’টি সাইডগ্লাসও ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস দ্রুত ঘটনাস্থলে পৌছান। তিনি বলেন, ইকোপার্কের কাছে নৈশকোচে ডাকাতির বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
ডাকাতির এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
চুয়াডাঙ্গা : ডাকাতকবলিত নৈশকোচ -সংবাদ
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের নৈশকোচে গাছ ফেলে রাস্তা অবরোধ করে সংঘবদ্ধ ডাকাতদল যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার ১৮ নভেম্বর ভোর সাড়ে ৪টা থেকে সারে ৫টার মধ্যে ঘটে এ ঘটনাটি।
স্থানীয় সূত্র জানায়, সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে ইকোপার্কের ঠিক সামনে আগেই ছোট আকারের দুটি গাছ কেটে সড়কের ওপর ফেলে রাখা হয়। এতে প্রথমে একটি পিকআপ ভ্যানের গতি রোধ হয়। পরে সেই পিকআপ ভ্যানকে ব্যবহার করে ডাকাতরা পুরো রাস্তা আটকে দেয়। কিছুক্ষণ পর ঢাকামুখী যাত্রীবাহী পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-৫২৪১) সেখানে পৌছালে গাড়িটি থামতে বাধ্য হয়।
এসময় ৭-৮ জনের ডাকাতচক্র দেশিয় চাপাতি, লাঠি ও ধারালো অস্ত্র হাতে গাড়ির দিকে ধেয়ে আসে। তারা প্রথমেই বাসচালক মো. ফয়সালকে লাঠি দিয়ে পিটিয়ে হাতে আঘাত করে। এরপর বাসে উঠে প্রায় ৭-৮ জন যাত্রীর কাছ থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা এবং ৭-৮টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ডাকাতরা গাড়ির দু’টি সাইডগ্লাসও ভাঙচুর করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস দ্রুত ঘটনাস্থলে পৌছান। তিনি বলেন, ইকোপার্কের কাছে নৈশকোচে ডাকাতির বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
ডাকাতির এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।