গাজীপুর রেডক্রিসেন্টের আসন্ন নির্বাচনে ভোটার তালিকায় ৫০ জনের বেশী মৃত ব্যক্তির নাম পাওয়া গেছে। তাদের মধ্যে বহুল পরিচিত কয়েকজন রাজনীতিরও আছেন।
তবে এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের নবাগত জেলা প্রশাসক, যিনি পদাধিকারবলে গাজীপুর
গাজীপুর রেডক্রিসেন্টের চেয়ারম্যানও।
বুধবার(১৯ নভেম্বর) গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, ‘আমি নতুন এসেছি। ভোটার তালিকায় মৃত ভোটারের নামের বিষয়টি জেনেছি। এবিষয়ে আমার লোকজন কাজ করছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।’
আগামী ২৫ শে নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর জেলা ইউনিটের নির্বাচন। ভোটার তালিকা অনুসারে এই নির্বাচনে ভোটার হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী প্রয়াত অধ্যাপক এম এ মান্নান ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল ( অব:) কাজী মাহমুদুল হাসান সহ প্রায় অর্ধশত মৃত ব্যক্তির নাম রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, এই নির্বাচনে মোট ১৫৬৬ জন ভোটার। সেখানে সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী প্রয়াত এম এ মান্নানের ভোটার নং ৪৪। প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব:) কাজী মাহমুদ হাসানের ভোটার নং ৬৩৩ ও প্রয়াত মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ বাচ্চুর ভোটার নং ৬৯১।
এই নির্বাচনের ভোটার তালিকায় সাবেক মন্ত্রী আ ক মোজাম্মেল হকের ভোটার নং ১৯, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ভোটার নং ৮০৯, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের ভোটার নং ১৯১।
মৃত অন্য যাদের নাম ভোটার তালিকায় আছে তারা হলেন:
এডভোকেট মঞ্জুর মোরশেদ প্রিন্স ভোটার নং ৪৮১। মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার ভোটার নাম ৩৩০। সৈয়দ মনিরুজ্জামান ভোটার নং ২৯। সাবেক পিপি এডভোকেট হারিস উদ্দিন ভোটার নং ৩৫২। এস এম শাহেন শাহ আলম গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভোটার নং ৪৮৩ মলয় কুমার দে ভোটার নং ৬৪৭। আহসান কবির ভূঁইয়া কাকুল ভোটার নং ৩৪২। ইসমাইল হোসেন ভোটার নং ০২। এডভোকেট মনির হোসেন সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আইনজীবী সমিতি, ভোটার নং ৫০৯, নুরুল ইসলাম ভাওয়াল রত্ন ভোটার নম্বর ১৬, আব্দুল বারী তরফদার ১৬, দেওয়াব আব্দুল কাইয়ুম ২৩, তোফাজ্জল হোসেন খান ২৬, সমিজ উদ্দিন সরকার ৪৫, তরিকুল ইসলাম ৪৭, ইসমাইল হোসেন মোল্লা ৭৯, আসকর আলী ৯৭, হায়দার আলী ১০৫, মজিবুর রহমান ১০৮, আব্দুল আউয়াল ১১০, মহর আলী ১১২, হানিফ সরকার ১১৩, শাহাবুদ্দিন ১২৫, খলিলুর রহমান ১২৯, আব্দুল আজিজ ১৩২, এ কে এম আব্দুস সাত্তার ১৩৩, মোহাম্মদ ফজলুল হক ১৪৩, সামাদ মোল্লা ১৪৬, কামাল উদ্দিন ১৪৭, আমজাদ হোসেন ১৫৯, এ কে এম সোলায়মান ১৬০, সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক এম এ মান্নানের স্ত্রী সাজেদা বেগম ১৮৩, সোহরাব উদ্দিন ১৮৪, এডভোকেট মো: সোলমান ১৯৫, এম এ হামিদ ২১১, মাসুদুর রহমান ২১৭, এডভোকেট আব্দুর রশিদ ২২০, গাজী মোহাম্মদ মোকারিম ২৬৮, এডভোকেট কফিল উদ্দিন আফরাত ২৯১, লেহাজ উদ্দিন সহ অর্ধশতাধিক মৃত ব্যাক্তির নাম ভোটার তালিকায় রয়েছে। এছাড়া ডবল ভোটারের তালিকায় রয়েছে মোহাম্মদ আলী তালুকদার ভোটার নং ২০৫, ২০৬।
গাজীপুর রেডক্রিসেন্ট সোসাইটি আসন্ন নির্বাচনে সেক্রেটারি প্রার্থী এডভোকেট মোহাম্মদ শাহজাহান( সিরাজী) সংবাদকে বলেন, ‘ভোট চাইতে গিয়ে জানতে পারি অর্ধশতাধিক ভোটার মৃত। ভোটার তালিকায় অনেকের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর নেই। অনেকের জাতীয় পরিচয়পত্রের নম্বরও নেই। একই নাম ঠিকানা একাধিকবার ভোটার তালিকায় আছে। এদিকে ৪৩৯ জন নতুন বার্ষিক ভোটারের মধ্যে মাত্র ৫০ জনের পূর্ণাঙ্গ তথ্য আছে। অন্যদের চেনার উপায় নেই।’
২৫ নভেম্বরের ভোটের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। সূত্রে জানা যায়, একাধিক প্রার্থীর মনোনয়নপত্রে অসংখ্য কাটাকাটি ও বহু ভুল তথ্য রয়েছে।
এসব ভুল বা অসংগতির বিষয়ে গাজীপুর রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার ও চলমান নির্বাচন কমিশনের সদস্য সচিব মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন সংবাদকে বলেন, ‘এসব বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। আমি নতুন এসেছি।’
এই ভোটের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আমিন আল পারভেজ সংবাদকে বলেন, ‘রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী কমিটি আমাদেরকে একটি তালিকা দিয়েছে, সেই তালিকা অনুসারে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। এখানে মৃত ব্যক্তির নাম থাকলে বাদ যাওয়া উচিত ছিল।’ একাধিক মনোনয়নপত্রে ঘষামাজার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, ‘কয়েকজন প্রার্থী আমার কাছে এসেছিলেন।’ এ বিষয়ে আপত্তি পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘ব্যবস্থা নেয়া হচ্ছে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
গাজীপুর রেডক্রিসেন্টের আসন্ন নির্বাচনে ভোটার তালিকায় ৫০ জনের বেশী মৃত ব্যক্তির নাম পাওয়া গেছে। তাদের মধ্যে বহুল পরিচিত কয়েকজন রাজনীতিরও আছেন।
তবে এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুরের নবাগত জেলা প্রশাসক, যিনি পদাধিকারবলে গাজীপুর
গাজীপুর রেডক্রিসেন্টের চেয়ারম্যানও।
বুধবার(১৯ নভেম্বর) গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, ‘আমি নতুন এসেছি। ভোটার তালিকায় মৃত ভোটারের নামের বিষয়টি জেনেছি। এবিষয়ে আমার লোকজন কাজ করছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।’
আগামী ২৫ শে নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর জেলা ইউনিটের নির্বাচন। ভোটার তালিকা অনুসারে এই নির্বাচনে ভোটার হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী প্রয়াত অধ্যাপক এম এ মান্নান ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল ( অব:) কাজী মাহমুদুল হাসান সহ প্রায় অর্ধশত মৃত ব্যক্তির নাম রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, এই নির্বাচনে মোট ১৫৬৬ জন ভোটার। সেখানে সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী প্রয়াত এম এ মান্নানের ভোটার নং ৪৪। প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব:) কাজী মাহমুদ হাসানের ভোটার নং ৬৩৩ ও প্রয়াত মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ বাচ্চুর ভোটার নং ৬৯১।
এই নির্বাচনের ভোটার তালিকায় সাবেক মন্ত্রী আ ক মোজাম্মেল হকের ভোটার নং ১৯, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ভোটার নং ৮০৯, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের ভোটার নং ১৯১।
মৃত অন্য যাদের নাম ভোটার তালিকায় আছে তারা হলেন:
এডভোকেট মঞ্জুর মোরশেদ প্রিন্স ভোটার নং ৪৮১। মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার ভোটার নাম ৩৩০। সৈয়দ মনিরুজ্জামান ভোটার নং ২৯। সাবেক পিপি এডভোকেট হারিস উদ্দিন ভোটার নং ৩৫২। এস এম শাহেন শাহ আলম গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভোটার নং ৪৮৩ মলয় কুমার দে ভোটার নং ৬৪৭। আহসান কবির ভূঁইয়া কাকুল ভোটার নং ৩৪২। ইসমাইল হোসেন ভোটার নং ০২। এডভোকেট মনির হোসেন সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আইনজীবী সমিতি, ভোটার নং ৫০৯, নুরুল ইসলাম ভাওয়াল রত্ন ভোটার নম্বর ১৬, আব্দুল বারী তরফদার ১৬, দেওয়াব আব্দুল কাইয়ুম ২৩, তোফাজ্জল হোসেন খান ২৬, সমিজ উদ্দিন সরকার ৪৫, তরিকুল ইসলাম ৪৭, ইসমাইল হোসেন মোল্লা ৭৯, আসকর আলী ৯৭, হায়দার আলী ১০৫, মজিবুর রহমান ১০৮, আব্দুল আউয়াল ১১০, মহর আলী ১১২, হানিফ সরকার ১১৩, শাহাবুদ্দিন ১২৫, খলিলুর রহমান ১২৯, আব্দুল আজিজ ১৩২, এ কে এম আব্দুস সাত্তার ১৩৩, মোহাম্মদ ফজলুল হক ১৪৩, সামাদ মোল্লা ১৪৬, কামাল উদ্দিন ১৪৭, আমজাদ হোসেন ১৫৯, এ কে এম সোলায়মান ১৬০, সাবেক মন্ত্রী মরহুম অধ্যাপক এম এ মান্নানের স্ত্রী সাজেদা বেগম ১৮৩, সোহরাব উদ্দিন ১৮৪, এডভোকেট মো: সোলমান ১৯৫, এম এ হামিদ ২১১, মাসুদুর রহমান ২১৭, এডভোকেট আব্দুর রশিদ ২২০, গাজী মোহাম্মদ মোকারিম ২৬৮, এডভোকেট কফিল উদ্দিন আফরাত ২৯১, লেহাজ উদ্দিন সহ অর্ধশতাধিক মৃত ব্যাক্তির নাম ভোটার তালিকায় রয়েছে। এছাড়া ডবল ভোটারের তালিকায় রয়েছে মোহাম্মদ আলী তালুকদার ভোটার নং ২০৫, ২০৬।
গাজীপুর রেডক্রিসেন্ট সোসাইটি আসন্ন নির্বাচনে সেক্রেটারি প্রার্থী এডভোকেট মোহাম্মদ শাহজাহান( সিরাজী) সংবাদকে বলেন, ‘ভোট চাইতে গিয়ে জানতে পারি অর্ধশতাধিক ভোটার মৃত। ভোটার তালিকায় অনেকের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর নেই। অনেকের জাতীয় পরিচয়পত্রের নম্বরও নেই। একই নাম ঠিকানা একাধিকবার ভোটার তালিকায় আছে। এদিকে ৪৩৯ জন নতুন বার্ষিক ভোটারের মধ্যে মাত্র ৫০ জনের পূর্ণাঙ্গ তথ্য আছে। অন্যদের চেনার উপায় নেই।’
২৫ নভেম্বরের ভোটের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। সূত্রে জানা যায়, একাধিক প্রার্থীর মনোনয়নপত্রে অসংখ্য কাটাকাটি ও বহু ভুল তথ্য রয়েছে।
এসব ভুল বা অসংগতির বিষয়ে গাজীপুর রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার ও চলমান নির্বাচন কমিশনের সদস্য সচিব মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন সংবাদকে বলেন, ‘এসব বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। আমি নতুন এসেছি।’
এই ভোটের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আমিন আল পারভেজ সংবাদকে বলেন, ‘রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী কমিটি আমাদেরকে একটি তালিকা দিয়েছে, সেই তালিকা অনুসারে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। এখানে মৃত ব্যক্তির নাম থাকলে বাদ যাওয়া উচিত ছিল।’ একাধিক মনোনয়নপত্রে ঘষামাজার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, ‘কয়েকজন প্রার্থী আমার কাছে এসেছিলেন।’ এ বিষয়ে আপত্তি পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘ব্যবস্থা নেয়া হচ্ছে।’