দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্য চার যাত্রী।
শনিবার,(২২ নভেম্বর ২০২৫) দুপুরে (দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে) দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহনের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে আসছিল। একই সময় দিনাজপুর থেকে দশ মাইলগামী একটি অটোরিকশা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে প্রচ- ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই সাদিয়া খাতুন (১৫), মর্জিনা খাতুন (৫৫), ও শাম্মি নামের এক শিশুসহ ৩ জন মারা যান। গুরুতর আহত অজ্ঞাত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতরা একই পরিবারের সদস্য। বাকি চার আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। তারা অটোরিকশায় চড়ে কান্তনগর মেলায় যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায়
১ যুবকের মৃত্যু
সুন্দরগঞ্জ প্রতিনিধি জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের হুড়াভায়া খাঁ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল পৌরসভার ৭নং ওয়ার্ডের রামডাকুয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন হতে মানুসিক ভারসাম্যহীন অবস্থায় পাগল বেশে ঘুরেফিরে বেড়াতেন। স্থানীয়রা জানান, ভোরে গাইবান্ধাগামী একটি পরিবহন বেপরোয়া গতিতে এসে ঘটনাস্থলে সাইফুল ইসলামকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরিবহনটির নাম জানা যায়নি। ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুতহাল রিপোর্ট করে। এরপরই সাইফুলের পরিচয় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
থানার সেকেন্ড অফিসার এই আই মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সাইফুলের মা রোকেয়া বেগম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ২২ নভেম্বর ২০২৫
দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্য চার যাত্রী।
শনিবার,(২২ নভেম্বর ২০২৫) দুপুরে (দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কে) দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহনের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে আসছিল। একই সময় দিনাজপুর থেকে দশ মাইলগামী একটি অটোরিকশা ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে প্রচ- ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই সাদিয়া খাতুন (১৫), মর্জিনা খাতুন (৫৫), ও শাম্মি নামের এক শিশুসহ ৩ জন মারা যান। গুরুতর আহত অজ্ঞাত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহতরা একই পরিবারের সদস্য। বাকি চার আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। তারা অটোরিকশায় চড়ে কান্তনগর মেলায় যাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায়
১ যুবকের মৃত্যু
সুন্দরগঞ্জ প্রতিনিধি জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের হুড়াভায়া খাঁ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল পৌরসভার ৭নং ওয়ার্ডের রামডাকুয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন হতে মানুসিক ভারসাম্যহীন অবস্থায় পাগল বেশে ঘুরেফিরে বেড়াতেন। স্থানীয়রা জানান, ভোরে গাইবান্ধাগামী একটি পরিবহন বেপরোয়া গতিতে এসে ঘটনাস্থলে সাইফুল ইসলামকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরিবহনটির নাম জানা যায়নি। ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুতহাল রিপোর্ট করে। এরপরই সাইফুলের পরিচয় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
থানার সেকেন্ড অফিসার এই আই মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় সাইফুলের মা রোকেয়া বেগম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন।