পলাশ (নরসিংদী) : গুজব ছড়িয়ে পড়লে পলাশ বাজার এলাকা ও পার্শ্ববর্তী গ্রামের শতশত লোকজন বেড়িয়ে আসে রাস্তায় -সংবাদ
গত দুদিন ধরেই পলাশের লোকজন তিন তিনবার ভূমিকম্প হওয়াতে চরম আতংকে রয়েছে। এরই মধ্যে গতকাল শনিবার সন্ধ্যা ৭/৮ টার দিকে কে বা কারা মাইকিং করেছে আজ রাত ১২ টা হতে ১২:৩০ টার মধ্যে আবার ভূমিকম্প হবে। স্রেফ এই গুজবে কান দিয়েছে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পলাশ বাজারের লোকজন। সাথে রয়েছে আশেপাশের গ্রামের কিছু লোকজন।
এতে রাত ১১টা হতেই বিদ্যুৎ কেন্দ্র, পলাশ বাজার এলাকা ও পার্শ্ববর্তী গ্রামের শতশত লোকজন বেড়িয়ে আসে রাস্তায়, বিদ্যুৎ কেন্দ্রের স্কুল মাঠে, শিল্পাঞ্চল কলেজের মাঠে। শীতের রাতে পরিবার পরিজন নিয়ে অনেকে মাঠে বসে থাকে, কেউবা রাস্তায় হাটিহাটি করছে।খবর পেয়ে পলাশের সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তিনি আতংকগ্রস্ত মানুষকে গুজবে কান না দিতে অনুরোধ করেন। উন্মুক্ত স্থানে লোকজনের নিরাপত্তায় পুলিশ ছিল তৎপর।
বারবার সাংবাদিকরা ও প্রশাসনের লোকজন কথাটি গুজব বললেও কেউই আমলে নেয়নি। অনেকে পাল্টা বলে উঠে শুক্রবার সকালে, শনিবার সন্ধ্যায় দু-দুবার ভূমিকম্প হয়েছে। যদি রাত ১২ টায় আবার হয় তখন কি করবো।
মূলত এই গুজবে কান দেওয়ার কারণ শনিবার সকাল ১০:৩৬ মি, ওসন্ধ্যা ৬:০৬মি, এ পলাশে দুবার ৩.৪ ও ৩.৩ রিক্টার স্কেলের ভূকম্পন হয়। এতে পলাশে ক্ষয়ক্ষতিসহ মারা যায় দুজন।
এদিকে আজ সকালে গুজব উঠে পলাশের কয়েকটি স্কুলে চলমান বার্ষিক পরীক্ষা আজ স্থগিত।অথচ কোন স্কুলেই বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়নি।
এবিষয়ে পলাশ উপজেলার ইউ এন ও আবু বক্কর সিদ্দিকী বলেন, আমরা গুজবের কথা শুনে সাথেসাথেই পুরো এলাকায় মাইকিং করে গুজবে কান না দিতে বলি। ভূমিকম্প হলে করনীয় কি কি তা প্রচার করি। তিনি আরও বলেন ভূমিকম্প হলো প্রাকৃতিক দুর্যোগ, এতে মানুষের কোন হাত নেই। আমাদের কর্তব্য যেকোন দুর্যোগকালে করনীয় কাজগুলো ঠান্ডা মাথায় করা আর আল্লাহর উপর ভরষা রাখা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
পলাশ (নরসিংদী) : গুজব ছড়িয়ে পড়লে পলাশ বাজার এলাকা ও পার্শ্ববর্তী গ্রামের শতশত লোকজন বেড়িয়ে আসে রাস্তায় -সংবাদ
রোববার, ২৩ নভেম্বর ২০২৫
গত দুদিন ধরেই পলাশের লোকজন তিন তিনবার ভূমিকম্প হওয়াতে চরম আতংকে রয়েছে। এরই মধ্যে গতকাল শনিবার সন্ধ্যা ৭/৮ টার দিকে কে বা কারা মাইকিং করেছে আজ রাত ১২ টা হতে ১২:৩০ টার মধ্যে আবার ভূমিকম্প হবে। স্রেফ এই গুজবে কান দিয়েছে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পলাশ বাজারের লোকজন। সাথে রয়েছে আশেপাশের গ্রামের কিছু লোকজন।
এতে রাত ১১টা হতেই বিদ্যুৎ কেন্দ্র, পলাশ বাজার এলাকা ও পার্শ্ববর্তী গ্রামের শতশত লোকজন বেড়িয়ে আসে রাস্তায়, বিদ্যুৎ কেন্দ্রের স্কুল মাঠে, শিল্পাঞ্চল কলেজের মাঠে। শীতের রাতে পরিবার পরিজন নিয়ে অনেকে মাঠে বসে থাকে, কেউবা রাস্তায় হাটিহাটি করছে।খবর পেয়ে পলাশের সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তিনি আতংকগ্রস্ত মানুষকে গুজবে কান না দিতে অনুরোধ করেন। উন্মুক্ত স্থানে লোকজনের নিরাপত্তায় পুলিশ ছিল তৎপর।
বারবার সাংবাদিকরা ও প্রশাসনের লোকজন কথাটি গুজব বললেও কেউই আমলে নেয়নি। অনেকে পাল্টা বলে উঠে শুক্রবার সকালে, শনিবার সন্ধ্যায় দু-দুবার ভূমিকম্প হয়েছে। যদি রাত ১২ টায় আবার হয় তখন কি করবো।
মূলত এই গুজবে কান দেওয়ার কারণ শনিবার সকাল ১০:৩৬ মি, ওসন্ধ্যা ৬:০৬মি, এ পলাশে দুবার ৩.৪ ও ৩.৩ রিক্টার স্কেলের ভূকম্পন হয়। এতে পলাশে ক্ষয়ক্ষতিসহ মারা যায় দুজন।
এদিকে আজ সকালে গুজব উঠে পলাশের কয়েকটি স্কুলে চলমান বার্ষিক পরীক্ষা আজ স্থগিত।অথচ কোন স্কুলেই বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়নি।
এবিষয়ে পলাশ উপজেলার ইউ এন ও আবু বক্কর সিদ্দিকী বলেন, আমরা গুজবের কথা শুনে সাথেসাথেই পুরো এলাকায় মাইকিং করে গুজবে কান না দিতে বলি। ভূমিকম্প হলে করনীয় কি কি তা প্রচার করি। তিনি আরও বলেন ভূমিকম্প হলো প্রাকৃতিক দুর্যোগ, এতে মানুষের কোন হাত নেই। আমাদের কর্তব্য যেকোন দুর্যোগকালে করনীয় কাজগুলো ঠান্ডা মাথায় করা আর আল্লাহর উপর ভরষা রাখা।