ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে গতকাল শনিবার একই মঞ্চে সভা করেছেন বিএনপির ৩ মনোনয়ন প্রত্যাশী। এরা হচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ এর যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী। তারা মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য এ সভা করেন।
উল্লেখ্য যে, গত ৩ নভেম্বর বিএনপির হাই কমান্ড ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মুন্সীগঞ্জ জেলা আহব্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মমিন আলী। তবে ফরহাদ হোসেন বলেন, দীর্ঘ দিন দলের জন্য কাজ করে যাচ্ছি।
আশাকরি দলীয় নীতি নির্ধারকদের কাছে সেই মূল্যায়ন পাবো। তারপর ও দল যদি মূল্যায়ন না করে, আমি ধানের শীষের পক্ষেই কাজ করে যাবো।
সভা শেষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত সমর্থকরা। মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি হাই কমান্ড ঘোষিত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর পরিবর্তনের দাবিতে এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ করেছে তারা। উপজেলার ছনবাড়ি এলাকায় কয়েক শতাধিক নেতাকর্মী উত্তেজিত হয়ে মূল এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে উঠে, এসময় কয়েকজন সড়কে শুয়েও পড়েন। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেন। এসময় পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা অব্যাহত রাখে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, মনোনয়ন বঞ্চিত বিএনপির কিছু লোক মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের উপরে ওঠে স্লোগান দিতে থাকে। পরে ২-১ মিনিটের মধ্যেই সিনিয়র নেতারা চলে আসলে নেতাকর্মীরা নিজেরাই চলে যান। এসময় যান চলাচল বন্ধ হয়নি।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ২৩ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে গতকাল শনিবার একই মঞ্চে সভা করেছেন বিএনপির ৩ মনোনয়ন প্রত্যাশী। এরা হচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ এর যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী। তারা মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য এ সভা করেন।
উল্লেখ্য যে, গত ৩ নভেম্বর বিএনপির হাই কমান্ড ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মুন্সীগঞ্জ জেলা আহব্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মমিন আলী। তবে ফরহাদ হোসেন বলেন, দীর্ঘ দিন দলের জন্য কাজ করে যাচ্ছি।
আশাকরি দলীয় নীতি নির্ধারকদের কাছে সেই মূল্যায়ন পাবো। তারপর ও দল যদি মূল্যায়ন না করে, আমি ধানের শীষের পক্ষেই কাজ করে যাবো।
সভা শেষে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত সমর্থকরা। মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি হাই কমান্ড ঘোষিত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহর পরিবর্তনের দাবিতে এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ করেছে তারা। উপজেলার ছনবাড়ি এলাকায় কয়েক শতাধিক নেতাকর্মী উত্তেজিত হয়ে মূল এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে উঠে, এসময় কয়েকজন সড়কে শুয়েও পড়েন। পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেন। এসময় পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা অব্যাহত রাখে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, মনোনয়ন বঞ্চিত বিএনপির কিছু লোক মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের উপরে ওঠে স্লোগান দিতে থাকে। পরে ২-১ মিনিটের মধ্যেই সিনিয়র নেতারা চলে আসলে নেতাকর্মীরা নিজেরাই চলে যান। এসময় যান চলাচল বন্ধ হয়নি।