ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার বার্মিজ ইয়াবাসহ সাফায়েত উল্লাহ (২৭) নামের নৌবাহিনীর এক ভুয়া সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচ্যা চেকপোস্টে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
আটক সাফায়েত উল্লাহ নেত্রকোনা জেলার মদন থানার কালিয়াটি এলাকার বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে একটি সন্দেহজনক বাস থামিয়ে তল্লাশি চালায় সৈন্যরা। এ সময় সাফায়েতের ব্যাগে বিশেষ কৌশলে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিলেও তার কাছে কোনো বৈধ সামরিক পরিচয়পত্র পাওয়া যায়নি। বরং তার ব্যাগে নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক, ইনসিগনিয়া, ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায়—যা দিয়ে সে দীর্ঘদিন ধরে নিজেকে সামরিক সদস্য পরিচয় দিয়ে চলছিল বলে ধারণা করছে বিজিবি।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবাসহ ভুয়া নৌসদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা সতর্ক। কেউ ভুয়া পরিচয় ব্যবহার করে চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। মাদক প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবির এই অভিযানে আবারও স্পষ্ট হলো,মাদক কারবারিরা কতটা চতুরভাবে পরিচয় গোপন বা ভুয়া পরিচয় ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করছে। তবে সীমান্তে কঠোর নজরদারির কারণে বড় একটি চালানসহ একজন ভুয়া সামরিক সদস্যকে আটক করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
কক্সবাজারের উখিয়ায় ৪০ হাজার বার্মিজ ইয়াবাসহ সাফায়েত উল্লাহ (২৭) নামের নৌবাহিনীর এক ভুয়া সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচ্যা চেকপোস্টে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
আটক সাফায়েত উল্লাহ নেত্রকোনা জেলার মদন থানার কালিয়াটি এলাকার বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে একটি সন্দেহজনক বাস থামিয়ে তল্লাশি চালায় সৈন্যরা। এ সময় সাফায়েতের ব্যাগে বিশেষ কৌশলে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিলেও তার কাছে কোনো বৈধ সামরিক পরিচয়পত্র পাওয়া যায়নি। বরং তার ব্যাগে নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক, ইনসিগনিয়া, ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যায়—যা দিয়ে সে দীর্ঘদিন ধরে নিজেকে সামরিক সদস্য পরিচয় দিয়ে চলছিল বলে ধারণা করছে বিজিবি।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবাসহ ভুয়া নৌসদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা সতর্ক। কেউ ভুয়া পরিচয় ব্যবহার করে চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। মাদক প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।
বিজিবির এই অভিযানে আবারও স্পষ্ট হলো,মাদক কারবারিরা কতটা চতুরভাবে পরিচয় গোপন বা ভুয়া পরিচয় ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করছে। তবে সীমান্তে কঠোর নজরদারির কারণে বড় একটি চালানসহ একজন ভুয়া সামরিক সদস্যকে আটক করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।