ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় বিরামপুরে সুফলভোগীদের মাঝে ছাগল ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ। স্বাগত বক্তব্যে প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন এবং সুফলভোগীদের সঠিকভাবে ছাগল পালন ও প্রকল্পের সুবিধা কাজে লাগানোর পরামর্শ দেন। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, সরকারের এই প্রকল্পের লক্ষ্য হলো আপনাদের আত্মকর্মসংস্থান তৈরি করা। তাই ছাগলগুলো যতœ নিয়ে পালন করবেন এবং কোনোভাবেই বিক্রি করবেন না। প্রকল্পের আওতায় ১৮৭ পরিবারের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের দুটি করে ছাগল, ৫টি করে হেভি ওয়েট ফ্লোর ম্যাট এবং ২৫ কেজি করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়।
ছাগল পেয়ে খুশি হয়ে নাতালিয়া হাসদা ও রাজু মার্ডি জানান, সরকারের এই সহায়তা তাদের পরিবারের উপার্জন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় বিরামপুরে সুফলভোগীদের মাঝে ছাগল ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ। স্বাগত বক্তব্যে প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন এবং সুফলভোগীদের সঠিকভাবে ছাগল পালন ও প্রকল্পের সুবিধা কাজে লাগানোর পরামর্শ দেন। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, সরকারের এই প্রকল্পের লক্ষ্য হলো আপনাদের আত্মকর্মসংস্থান তৈরি করা। তাই ছাগলগুলো যতœ নিয়ে পালন করবেন এবং কোনোভাবেই বিক্রি করবেন না। প্রকল্পের আওতায় ১৮৭ পরিবারের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের দুটি করে ছাগল, ৫টি করে হেভি ওয়েট ফ্লোর ম্যাট এবং ২৫ কেজি করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়।
ছাগল পেয়ে খুশি হয়ে নাতালিয়া হাসদা ও রাজু মার্ডি জানান, সরকারের এই সহায়তা তাদের পরিবারের উপার্জন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।