ফরিদপুর : মধুখারীতে ভেজাল কীটনাশক কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান -সংবাদ
ফরিদপুরের মধুখালীতে গোপন সংবাদের ভিত্তিতে একটি ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার বাগাট ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল কীটনাশক তৈরি ও বাজারজাতকরণের অপরাধে কারখানার মালিক মো. দাউদ মোল্যাকে (৩৫) আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, অভিযুক্ত দাউদ মোল্যা মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্যার পুত্র। প্রায় এক বছর আগে তিনি বাগাট উত্তরপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করেন এবং সেখানেই গোপনে গড়ে তোলেন এই ভেজাল কীটনাশক তৈরির কারখানা। কৃষি কাজে ব্যবহারের জন্য তিনি দীর্ঘ দিন ধরে ভেজাল কীটনাশক তৈরি ও বাজারজাত করে আসছিলেন, যা ব্যবহার করে এলাকার বহু কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহীর নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক, তৈরির কাঁচামাল ও সরঞ্জামসহ দাউদ মোল্যাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক অভিযুক্তকে ১ বছরের কারাদণ্ড এবং নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল বলেন, গাপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক ও তৈরির সরঞ্জামসহ দাউদ মোল্যাকে আমরা হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। জনস্বার্থ ও কৃষকদের সুরক্ষায় তাকে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, থানার এসআই তন্ময়, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দরা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ফরিদপুর : মধুখারীতে ভেজাল কীটনাশক কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান -সংবাদ
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
ফরিদপুরের মধুখালীতে গোপন সংবাদের ভিত্তিতে একটি ভেজাল কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার বাগাট ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল কীটনাশক তৈরি ও বাজারজাতকরণের অপরাধে কারখানার মালিক মো. দাউদ মোল্যাকে (৩৫) আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, অভিযুক্ত দাউদ মোল্যা মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্যার পুত্র। প্রায় এক বছর আগে তিনি বাগাট উত্তরপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করেন এবং সেখানেই গোপনে গড়ে তোলেন এই ভেজাল কীটনাশক তৈরির কারখানা। কৃষি কাজে ব্যবহারের জন্য তিনি দীর্ঘ দিন ধরে ভেজাল কীটনাশক তৈরি ও বাজারজাত করে আসছিলেন, যা ব্যবহার করে এলাকার বহু কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহীর নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক, তৈরির কাঁচামাল ও সরঞ্জামসহ দাউদ মোল্যাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক অভিযুক্তকে ১ বছরের কারাদণ্ড এবং নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল বলেন, গাপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক ও তৈরির সরঞ্জামসহ দাউদ মোল্যাকে আমরা হাতেনাতে ধরতে সক্ষম হয়েছি। জনস্বার্থ ও কৃষকদের সুরক্ষায় তাকে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, থানার এসআই তন্ময়, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দরা।