ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মুন্সীগঞ্জ বার্তার অনলাইন ইনচার্জ ফরহাদ হোসেন জনির ওপর পরিকল্পিত হামলা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় অভিযোগের প্রতিবাদে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে টার্গেট করে মব সৃষ্টি করা এবং এরপর মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করা এটি শুধু ব্যক্তিগত আঘাত নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।
বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের ওপর হামলা কিংবা ভুয়া মামলার মাধ্যমে ভয় দেখানোর প্রবণতা গণতান্ত্রিক সমাজব্যবস্থাকে দুর্বল করে। সত্য প্রকাশের পথে এ ধরনের অপপ্রয়াস অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।মানববন্ধনে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়। বক্তারা উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম কামাল, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ কাইউম মাইজভান্ডারি , শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, সহ সভাপতি শাজাহান খান, প্রচার সম্পাদক নাজমুল খান সুজন, কার্যকরী সদস্য উজ্জ্বল দত্ত, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আছলাম জেলা ও উপজেলা পর্যায়ের গনমাধ্যমকর্মীবৃন্দ।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
মুন্সীগঞ্জ বার্তার অনলাইন ইনচার্জ ফরহাদ হোসেন জনির ওপর পরিকল্পিত হামলা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় অভিযোগের প্রতিবাদে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে টার্গেট করে মব সৃষ্টি করা এবং এরপর মিথ্যা অভিযোগ তুলে হয়রানি করা এটি শুধু ব্যক্তিগত আঘাত নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।
বক্তারা আরও উল্লেখ করেন, সাংবাদিকদের ওপর হামলা কিংবা ভুয়া মামলার মাধ্যমে ভয় দেখানোর প্রবণতা গণতান্ত্রিক সমাজব্যবস্থাকে দুর্বল করে। সত্য প্রকাশের পথে এ ধরনের অপপ্রয়াস অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।মানববন্ধনে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়। বক্তারা উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম কামাল, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ কাইউম মাইজভান্ডারি , শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, সহ সভাপতি শাজাহান খান, প্রচার সম্পাদক নাজমুল খান সুজন, কার্যকরী সদস্য উজ্জ্বল দত্ত, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আছলাম জেলা ও উপজেলা পর্যায়ের গনমাধ্যমকর্মীবৃন্দ।