ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সরকার নির্ধারিত মূল্যে খুলনার ডুমুরিয়ায় মিলছে না এলপি গ্যাস। বিভিন্ন কোম্পানির গ্যাস এক এক দোকানে এক এক দামে বিক্রি হচ্ছে। ১২ কেজি ওমেরা গ্যাসের মূল্য এক হাজার ৩৫০ টাকা, বসুন্ধরা এক হাজার ৩৫০ টাকা। সরকার নির্ধারিত মূল্য এক হাজার ২১৫ টাকা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে ইউনিভার্সাল এক হাজার ২০০ টাকা, পেট্রম্যাক্স এক হাজার ২১৫ টাকা, আইম্যাক্স এক হাজার ১৮০ টাকা।
সূত্র জানান, ১২ কেজি বসুন্ধরা এলপি গ্যাস এক হাজার ২৩০ টাকা, ওমেরা এক হাজার ২২০ টাকা, পেট্রম্যাক্স এক হাজার ১০০ থেকে এক হাজার এক ১১০ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে।দামের এমন তারতম্যের প্রতিক্রিয়া জানিয়ে খুচরা কিনতে আসা এক গৃহবধূ শিরিনা খাতুন বলেন, সরকারের নির্ধারিত মূল্য জেনে ক্রয় করার জন্য দেখি ওমেরা এবং বসুন্ধরা গ্যাসের দাম নির্ধারিত মূল্যে মিলছে না। দামের এমন অবস্থায় বেগ পোহাতে হচ্ছে আমাদের।একই কথা বললেন অপর ক্রেতা রফিকুল ইসলাম নামের এক হোটেল ব্যবসায়ী।
ডুমুরিয়া বাস স্টান্ডের পাসে আবদুল মজিদের এলপি গ্যাসের দোকান মজিদ এন্টারপ্রাইজ নামে। এ দোকানের কর্মচারি বলেন আবদুল কাইয়ুম বলেন, সরকার নির্ধারিত মূল্যেতো আর সব গ্যাস দেওয়া সম্ভব না। ভালো কোম্পানির পণ্য নিতে হলে মূল্য বেশিতো দিতেই হবে।
উপজেলার শাহপুর বাজারের মেইন রোডের আসাদ স্টোরে প্রতি ১২ কেজি ওমেরা গ্যাসের মূল্য এক হাজার ২৯০ টাকা, বসুন্ধরা এক হাজার ৩১০ টাকা, আইম্যাক্স এক হাজার ১৮০ টাকা।
ডুমুরিয়ার চুকনগরের বাজার মোড়ে নন্দী এন্টারপ্রইজে প্রতি ১২ কেজি ওমেরা গ্যাসের মূল্য এক হাজার ৩৫০ টাকা, বসুন্ধরা এক হাজার ৩৫০ টাকা।এ রিপোর্ট লেখার আগে উপজেলার বেশ কয়েকটি এল পি গ্যাসের দোকান ঘুরে দেখা গেছে, কোন দোকানেই সরকার নির্ধারিত দামে গ্যাস মিলছে না।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
সরকার নির্ধারিত মূল্যে খুলনার ডুমুরিয়ায় মিলছে না এলপি গ্যাস। বিভিন্ন কোম্পানির গ্যাস এক এক দোকানে এক এক দামে বিক্রি হচ্ছে। ১২ কেজি ওমেরা গ্যাসের মূল্য এক হাজার ৩৫০ টাকা, বসুন্ধরা এক হাজার ৩৫০ টাকা। সরকার নির্ধারিত মূল্য এক হাজার ২১৫ টাকা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে ইউনিভার্সাল এক হাজার ২০০ টাকা, পেট্রম্যাক্স এক হাজার ২১৫ টাকা, আইম্যাক্স এক হাজার ১৮০ টাকা।
সূত্র জানান, ১২ কেজি বসুন্ধরা এলপি গ্যাস এক হাজার ২৩০ টাকা, ওমেরা এক হাজার ২২০ টাকা, পেট্রম্যাক্স এক হাজার ১০০ থেকে এক হাজার এক ১১০ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে।দামের এমন তারতম্যের প্রতিক্রিয়া জানিয়ে খুচরা কিনতে আসা এক গৃহবধূ শিরিনা খাতুন বলেন, সরকারের নির্ধারিত মূল্য জেনে ক্রয় করার জন্য দেখি ওমেরা এবং বসুন্ধরা গ্যাসের দাম নির্ধারিত মূল্যে মিলছে না। দামের এমন অবস্থায় বেগ পোহাতে হচ্ছে আমাদের।একই কথা বললেন অপর ক্রেতা রফিকুল ইসলাম নামের এক হোটেল ব্যবসায়ী।
ডুমুরিয়া বাস স্টান্ডের পাসে আবদুল মজিদের এলপি গ্যাসের দোকান মজিদ এন্টারপ্রাইজ নামে। এ দোকানের কর্মচারি বলেন আবদুল কাইয়ুম বলেন, সরকার নির্ধারিত মূল্যেতো আর সব গ্যাস দেওয়া সম্ভব না। ভালো কোম্পানির পণ্য নিতে হলে মূল্য বেশিতো দিতেই হবে।
উপজেলার শাহপুর বাজারের মেইন রোডের আসাদ স্টোরে প্রতি ১২ কেজি ওমেরা গ্যাসের মূল্য এক হাজার ২৯০ টাকা, বসুন্ধরা এক হাজার ৩১০ টাকা, আইম্যাক্স এক হাজার ১৮০ টাকা।
ডুমুরিয়ার চুকনগরের বাজার মোড়ে নন্দী এন্টারপ্রইজে প্রতি ১২ কেজি ওমেরা গ্যাসের মূল্য এক হাজার ৩৫০ টাকা, বসুন্ধরা এক হাজার ৩৫০ টাকা।এ রিপোর্ট লেখার আগে উপজেলার বেশ কয়েকটি এল পি গ্যাসের দোকান ঘুরে দেখা গেছে, কোন দোকানেই সরকার নির্ধারিত দামে গ্যাস মিলছে না।