ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরে প্রতিপক্ষের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের পরিশ্রমে উৎপাদিত ধান। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার শংকরপুর-কুলবাড়ীয়া মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষক রাজু পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। সংসারের খরচ চালাতে তিনি অতিরিক্ত আয়ের আশায় ১০ কাঠা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিলেন। কষ্ট করে উৎপাদিত ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখা ছিল। এদিন গভীর রাতে দুর্বৃত্তরা ধানের গাদায় আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক রাজু বলেন, সারা বছরের আশা-ভরসার ধান ছিল এগুলো। ভোরে এসে দেখি কিছুই আর নেই। কে আগুন দিয়েছে জানি না, তবে ইচ্ছাকৃতভাবেই আগুন দিয়ে তার ক্ষতি করা হয়েছে।
রাজুর স্ত্রী জানান, তারা নিজেদের শ্রমে ধানের পরিচর্যা করেন। এ ধান পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরে প্রতিপক্ষের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কৃষকের পরিশ্রমে উৎপাদিত ধান। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার শংকরপুর-কুলবাড়ীয়া মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষক রাজু পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। সংসারের খরচ চালাতে তিনি অতিরিক্ত আয়ের আশায় ১০ কাঠা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিলেন। কষ্ট করে উৎপাদিত ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখা ছিল। এদিন গভীর রাতে দুর্বৃত্তরা ধানের গাদায় আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক রাজু বলেন, সারা বছরের আশা-ভরসার ধান ছিল এগুলো। ভোরে এসে দেখি কিছুই আর নেই। কে আগুন দিয়েছে জানি না, তবে ইচ্ছাকৃতভাবেই আগুন দিয়ে তার ক্ষতি করা হয়েছে।
রাজুর স্ত্রী জানান, তারা নিজেদের শ্রমে ধানের পরিচর্যা করেন। এ ধান পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা। স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।