ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মানিকগঞ্জ জেলার ৭ উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেট বাস্তবায়নের দাবিতে জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপ্লোমা ফার্মাসিস্ট মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন।
বৃহস্পতিবার, (০৪ ডিসেম্বর ২০২৫) সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি পালিত হয়। জরুরি সেবা প্রতিদিনের মতো চালু থাকলেও হাসপাতালের বহি বিভাগে ফার্মেসি, প্যাথলজি এক্সরে, ডেন্টালসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ বন্ধ ছিল এতে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগের শিকার পোহাতে হয়েছে।
এ সময় ডিপ্লোমা ফার্মাসিস্ট মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন বলেন, সমমানের যোগ্যতার অন্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা বহু আগেই দশম গ্রেড পেয়েছেন। ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সালে, নার্সরা ২০১১ সালে এবং কৃষি ডিপ্লোমারা ২০১৮ সালে দশম গ্রেড পেয়েছেন কিন্তু আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো সেই গ্রেড থেকে বঞ্চিত। গত এক বছরে আবেদন, স্মারকলিপি বৈঠক ও প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেও কোন অগ্রগতি হয়নি তাই এই কর্মবিরতি মানিকগঞ্জ জেলায় কর্মরত সকল ডিপ্লোমা ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা এক যুগে পালিত হচ্ছে। আজকের মধ্যে আমাদের দাবি না মানলে আজ শুক্রবার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এদিকে মানিকগঞ্জের সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের কাছে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন ডিপ্লোমা ফার্মাসিস্ট মো. মনজুর আলম। তিনি দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মানিকগঞ্জ জেলার ৭ উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেট বাস্তবায়নের দাবিতে জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিপ্লোমা ফার্মাসিস্ট মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন।
বৃহস্পতিবার, (০৪ ডিসেম্বর ২০২৫) সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি পালিত হয়। জরুরি সেবা প্রতিদিনের মতো চালু থাকলেও হাসপাতালের বহি বিভাগে ফার্মেসি, প্যাথলজি এক্সরে, ডেন্টালসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ বন্ধ ছিল এতে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগের শিকার পোহাতে হয়েছে।
এ সময় ডিপ্লোমা ফার্মাসিস্ট মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুজন বলেন, সমমানের যোগ্যতার অন্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা বহু আগেই দশম গ্রেড পেয়েছেন। ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সালে, নার্সরা ২০১১ সালে এবং কৃষি ডিপ্লোমারা ২০১৮ সালে দশম গ্রেড পেয়েছেন কিন্তু আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনো সেই গ্রেড থেকে বঞ্চিত। গত এক বছরে আবেদন, স্মারকলিপি বৈঠক ও প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেও কোন অগ্রগতি হয়নি তাই এই কর্মবিরতি মানিকগঞ্জ জেলায় কর্মরত সকল ডিপ্লোমা ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টরা এক যুগে পালিত হচ্ছে। আজকের মধ্যে আমাদের দাবি না মানলে আজ শুক্রবার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এদিকে মানিকগঞ্জের সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের কাছে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন ডিপ্লোমা ফার্মাসিস্ট মো. মনজুর আলম। তিনি দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।