গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৯টি টিনশেড বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতবাড়ির মালিকের নগদ ২ লাখ ১৬ হাজার টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আসবাবপত্র বের করার সময় টিনের আঁচড়ে ২ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাওরাইদ মধ্যপাড়া জৈনা সিএনজি স্ট্যান্ডসংলগ্ন রিকশা-সাইকেল মেকানিক রফিকুল ইসলাম ও তার ভাই মৃত আব্দুল মালেকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, তার ভাই আব্দুল মালেকের উত্তরপাশের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে উত্তরপাশের ঘরের ভাড়াটিয়া সুমি আক্তার আগুন আগুন বলে চিৎকার করলে তাদের ঘুম ভাঙে। সজাগ পেয়ে বাড়ির অন্যান্য সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় রিকশা-সাইকেল মেকানিক রফিকুল ইসলামের নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, চারটি ঘরে থাকা ২টি ফ্রিজ, ৩টি বক্স খাট, ৩৫ ইঞ্চি এইডি টিভি, ৫টি ফ্যান, সাবমারসিবল পানির মটরসহ ১০ লাখ টাকার মূল্যবান মালামাল পুড়ে যায়। মৃত আব্দুল মালেকের ঘরে থাকা টিভি, ফ্রিজ, ফ্যান এবং আসবাবপত্রসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘর থেকে আসবাবপত্র বের করার সময় টিনের আঁচরে জুবায়ের শেখ (৩৫) এবং রিমা আক্তার (২২) আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ির সদস্যদের পরনের জামা-কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম বলেন, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৯টি টিনশেড বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতবাড়ির মালিকের নগদ ২ লাখ ১৬ হাজার টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আসবাবপত্র বের করার সময় টিনের আঁচড়ে ২ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাওরাইদ মধ্যপাড়া জৈনা সিএনজি স্ট্যান্ডসংলগ্ন রিকশা-সাইকেল মেকানিক রফিকুল ইসলাম ও তার ভাই মৃত আব্দুল মালেকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, তার ভাই আব্দুল মালেকের উত্তরপাশের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে উত্তরপাশের ঘরের ভাড়াটিয়া সুমি আক্তার আগুন আগুন বলে চিৎকার করলে তাদের ঘুম ভাঙে। সজাগ পেয়ে বাড়ির অন্যান্য সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় রিকশা-সাইকেল মেকানিক রফিকুল ইসলামের নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, চারটি ঘরে থাকা ২টি ফ্রিজ, ৩টি বক্স খাট, ৩৫ ইঞ্চি এইডি টিভি, ৫টি ফ্যান, সাবমারসিবল পানির মটরসহ ১০ লাখ টাকার মূল্যবান মালামাল পুড়ে যায়। মৃত আব্দুল মালেকের ঘরে থাকা টিভি, ফ্রিজ, ফ্যান এবং আসবাবপত্রসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘর থেকে আসবাবপত্র বের করার সময় টিনের আঁচরে জুবায়ের শেখ (৩৫) এবং রিমা আক্তার (২২) আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ির সদস্যদের পরনের জামা-কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম বলেন, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।