পরকীয়ার সম্পর্কের জেরে সিরাজগঞ্জের তাড়াশে আয়নাল হক (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় প্রেমিকার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়নাল হক মারা যায়। এর আগে, গতকাল বুধবার বিকেলে তাড়াশ উপজেলার দেশীগ্রাম উত্তরপাড়ায় এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, দেশীগ্রাম উত্তরপাড়ার বাহের আলীর ছেলে আমির হোসেন ও নুরুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তরপাড়ার বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুন ও পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। সেই সম্পর্কের কারণে বুধবার বিকেলে আয়নাল হক তার প্রেমিকা সাকিরুনের বাড়িতে যান। প্রেমিকার পরিবার বিষয়টি টের পেয়ে সাকিরুনের বাবা ও ভাইসহ কয়েকজন মিলিত হয়ে তাকে আটক করে এবং মারধর করে। পরে আহত অবস্থায় আয়নাল হককে তার পরিবারের লোকজন নিয়ে সাকিরুনের বাড়িতে হামলার উদ্দেশে গেলে দ্বিতীয় দফা সংঘর্ষ ঘটে। এতে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে আয়নাল হক মারা যান।
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫
পরকীয়ার সম্পর্কের জেরে সিরাজগঞ্জের তাড়াশে আয়নাল হক (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় প্রেমিকার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়নাল হক মারা যায়। এর আগে, গতকাল বুধবার বিকেলে তাড়াশ উপজেলার দেশীগ্রাম উত্তরপাড়ায় এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, দেশীগ্রাম উত্তরপাড়ার বাহের আলীর ছেলে আমির হোসেন ও নুরুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তরপাড়ার বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুন ও পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। সেই সম্পর্কের কারণে বুধবার বিকেলে আয়নাল হক তার প্রেমিকা সাকিরুনের বাড়িতে যান। প্রেমিকার পরিবার বিষয়টি টের পেয়ে সাকিরুনের বাবা ও ভাইসহ কয়েকজন মিলিত হয়ে তাকে আটক করে এবং মারধর করে। পরে আহত অবস্থায় আয়নাল হককে তার পরিবারের লোকজন নিয়ে সাকিরুনের বাড়িতে হামলার উদ্দেশে গেলে দ্বিতীয় দফা সংঘর্ষ ঘটে। এতে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে আয়নাল হক মারা যান।
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে।