মাগুরায় সহকারী কমিশনার (ভূমি) অফিস ও সরকারি সাব-রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দুটি সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দলিলপত্র, নথি, কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার রাত ৩টার দিকে শহরের ইসলামপুর পাড়ায় পৃথক দুই কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা।
সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার জানান, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা ভূমি অফিসের পেছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচতলায় থাকা কম্পিউটার, আসবাবপত্রসহ জমি-জমা সংক্রান্ত দলিল ও নথিপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।
প্রায় একই সময় মাগুরা সরকারি সাব-রেজিস্ট্রার অফিসেও একই ধরনের অগ্নিকাণ্ড ঘটে। সাব-রেজিস্ট্রার শুভ্রা রানী দাস বলেন, দুষ্কৃতকারীরা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলে রেজিস্ট্রি অফিসের সামনে থাকা দলিল লেখকদের অফিসসহ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নিচতলা আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এতে জমিজমা সংক্রান্ত দলিল, নথিপত্র ও দলিল লেখকদের প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা জানান, পেট্রোল বোমা নিক্ষেপের কারণেই এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দুটি প্রতিষ্ঠানের জমিজমা সংক্রান্ত দলিল, প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র, কম্পিউটারসহ বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সদর থানার ওসি আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
মাগুরায় সহকারী কমিশনার (ভূমি) অফিস ও সরকারি সাব-রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দুটি সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দলিলপত্র, নথি, কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার রাত ৩টার দিকে শহরের ইসলামপুর পাড়ায় পৃথক দুই কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা।
সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার জানান, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা ভূমি অফিসের পেছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচতলায় থাকা কম্পিউটার, আসবাবপত্রসহ জমি-জমা সংক্রান্ত দলিল ও নথিপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।
প্রায় একই সময় মাগুরা সরকারি সাব-রেজিস্ট্রার অফিসেও একই ধরনের অগ্নিকাণ্ড ঘটে। সাব-রেজিস্ট্রার শুভ্রা রানী দাস বলেন, দুষ্কৃতকারীরা কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলে রেজিস্ট্রি অফিসের সামনে থাকা দলিল লেখকদের অফিসসহ সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নিচতলা আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এতে জমিজমা সংক্রান্ত দলিল, নথিপত্র ও দলিল লেখকদের প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা জানান, পেট্রোল বোমা নিক্ষেপের কারণেই এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দুটি প্রতিষ্ঠানের জমিজমা সংক্রান্ত দলিল, প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র, কম্পিউটারসহ বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সদর থানার ওসি আইয়ুব আলী জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।