ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বগুড়ার শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ মধ্যপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে নাজমুল হাসান সকাল ১০ টার দিকে তার পালসার মোটরসাইকেল নিয়ে সকালে পৌর শহরের হাটখোলা বাজারে যান। এরপর মোটরসাইকেলটি বাজারের একপাশে রেখে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
জানা যায় গত বৃহস্পতিবারও আরো দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌরশহরের খন্দকারপাড়া এলাকায় শাকিল আহমেদ তার বাসার সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
একই দিন বিকেল ৪ টার দিকে খন্দকার টোলা এলাকার মৃত গাজিউর রহমানের ছেলে মোহাইমিনুর রহমানের বাসার সিঁড়ির নিচে পালসার মোটরসাইকেল রেখে উপরতলায় বাসার ভিতরে যান। বিকেল ৫টার দিকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এ সকল চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় হওয়ায় এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, চুরির ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। চোর চক্রকে ধরতে ও চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
বগুড়ার শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ মধ্যপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে নাজমুল হাসান সকাল ১০ টার দিকে তার পালসার মোটরসাইকেল নিয়ে সকালে পৌর শহরের হাটখোলা বাজারে যান। এরপর মোটরসাইকেলটি বাজারের একপাশে রেখে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
জানা যায় গত বৃহস্পতিবারও আরো দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌরশহরের খন্দকারপাড়া এলাকায় শাকিল আহমেদ তার বাসার সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
একই দিন বিকেল ৪ টার দিকে খন্দকার টোলা এলাকার মৃত গাজিউর রহমানের ছেলে মোহাইমিনুর রহমানের বাসার সিঁড়ির নিচে পালসার মোটরসাইকেল রেখে উপরতলায় বাসার ভিতরে যান। বিকেল ৫টার দিকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এ সকল চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, সংঘবদ্ধ চোর চক্র সক্রিয় হওয়ায় এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, চুরির ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। চোর চক্রকে ধরতে ও চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।