নরসিংদীর এন আর স্পিনিং মিলের তুলার গোডাউনে বৈদ্যুতিক স্পার্ক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নরসিংদীর শীলমান্দি এলাকার এন আর স্পিনিং মিলে শনিবার রাত ১০টা সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। মিলের তুলা সংরক্ষণশালায় বৈদ্যুতিক লাইনের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। দাহ্য তুলা থাকায় আগুন সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই গুদামজুড়ে তীব্রতা বৃদ্ধি পায়।
আগুনের খবর পেয়ে নরসিংদী, মাধবদী, পলাশ ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। মিলের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারাও দমকল কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। তবে তীব্রতার কারণে দীর্ঘসময় চেষ্টার পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কারখানার ডিজিএম (একাউন্টস) ফারুকুজ্জামান জানান, আগুন লাগার পরপরই শ্রমিকদের নিরাপদে বের করে আনা হয়। তিনি বলেন, চোখের সামনে কোটি টাকার সুতার ও তুলার গুদাম পুড়ে যাচ্ছে-কিন্তু কিছুই করার নেই। নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবদীর দুইটি ও নরসিংদী সদরের দুইটি মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পলাশ ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট যুক্ত হওয়ায় মোট ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানিয়েছেন, আগুনে মিলটির তুলা ও সুতা সম্পূর্ণ পুড়ে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।