চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. এমরান চৌধুরী (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক। এ ঘটনায় মো. আরিফ নামের আরো একজান গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড়স্থ মসজিদ সংলগ্ন হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত এমরান চৌধুরী ওই ইউনিয়নের চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাং এর পুত্র। তিনি দুই সন্তানের জনক।
স্থানীয়রা জানান, ওই সময় এমরান চৌধুরী ও একই বাড়ির মুছার পুত্র আরিফ বুড়িপুকুর পাড় এলাকার একটি চায়ের দোকান থেকে চা খেয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চারিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় পেছনে আসা বেপরোয়া গতির একটি কাঠ বোঝাই অবৈধ চাঁদের গাড়ি তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং তাদের বহনকারী মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে যায়।
এ সময় আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত দুজনকে উদ্ধার করেন। এমরান চৌধুরীকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।