প্রায় এক যুগ পরে উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির শান্তিপূর্ণ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াতের এম এম নুরে এলাহি মাত্র ৯৮ ভোট পেয়েছেন।
অন্যান্য বিজয়ী প্রার্থীরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস, হাজী আব্দুল কাদের সেখ। পরিচালক পদে হাজী আব্দুস সাত্তার, একাব্বার আলী আকবর, আবু সাইদ, হাজী জুড়ান আলী তানভীর মাহমুদ পলাশ, মো. নজরুল ইসলাম, সন্তোষ কুমার কানু, আবু হানিফ খান, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, শরিকুল ইসলাম আলামিন, জুয়েল রানা, সানজিদ হাসান সিদ্দিকী প্রিন্স। এছাড়াও এসোসিয়েট গ্রুপে নির্বাচন করেন ৮ জনের মধ্যে ৬ জন বিজয় লাভ করেন।
উল্লেখ্য, শনিবার সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত শহরের এস এস রোডস্থ চেম্বার ভবনে বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩৮ জন হলেও ভোট প্রদান করেছেন ৪২৬ জন।
নবনির্বচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, তিনটি ছায়া সংগঠন আমার বিরুদ্ধে নির্বাচনে কাজ করেও সফলতা অর্জন করতে পারে নাই। এজন্য আমি প্রতিটা ভোটারকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছ ও অভিনন্দন। অতীতের চেয়ে ব্যবসায়ীদের স্বার্থে চেম্বার অব কমার্সকে ঢেলে সাজাতে নিরলস ভাবে কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করেন তিনি।