গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৫/২০২৬ অর্থবছরের গ্রামীন অবোকাঠামো (কাবিটা) প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। উপজেলার ১২ নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের মাহির উদ্দিনের বাড়ী হইতে আজাহার বি ডি আর এর বাড়ীর রাস্তা সি সি করনের কাজ দ্রুত এগিয়ে চলছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সার্বিক সহযোগীতা ও তত্বাবোধানে এই প্রকল্পের কাজগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন উপঝেলার বিভিন্ন ইউনিয়নে চলমান প্রকল্প সমুহ যাতে সঠিক ও নিয়মতান্ত্রিক ভাবে সমপন্ন হয় তার জন্য আমি সরে জমিনে উপস্থিত হয়ে দেখাশুনা করছি।
অর্থ-বাণিজ্য: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭৩৪ জন
অর্থ-বাণিজ্য: নভেম্বরে অর্থনীতিতে আবার ধীরগতি