রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাংগীরহাট বাজারে গত ৭ডিসেম্বর বিকালে সার ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়। তিনি জানান, মোবাইল কোর্ট পরিচালনা কালে একজন বিএডিসির সার ডিলার মো: আশরাফুজ্জামান এর গোডাউনে থেকে ১০৭ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। নিয়ম বহির্ভূত ভাবে ১০৭ বস্তা টিএসপি সার মজুদ করায় বিএডিসি ডিলার মোঃ আশরাফুজ্জামান, মেনানগর, ডাংগীরহাট, তারাগঞ্জ, রংপুরকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর সংশ্লিষ্ট ধারায় ৩০০০০/- টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়। একই সাথে ১০৭ বস্তা সার উপস্থিত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়। বিক্রিত ১,৪৬,৪৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। একই উত্তোলনকৃত সার দোকানে না পাওয়ায় বিসিআইসি ডিলার মো. শহীদুল ইসলাম, উজিয়াল, তারাগঞ্জ, রংপুরকে কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২০০০০/- টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করা হয়েছে।