টাঙ্গাইল কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়ন পরিষদে এক হৃদয়ছোঁয়া বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী সচিব মো. মাহবুবুর রহমান সুজন আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে নবনিযুক্ত সচিব মির্জা ওমর ফারুক কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামীম আহমেদ। সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহদেবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ। অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ সদস্যসহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী সচিব মো. মাহবুবুর রহমান সুজন কে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় পরিয়ে এবং শুভেচ্ছা স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কান্না বিজড়িত কন্ঠে তাঁর দক্ষতা, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, মো. মাহবুবুর রহমান সুজন ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও জনবান্ধব সচিব। ইউনিয়নবাসী তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।