রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামের বাসিন্ধা বীর মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তাঁর স্ত্রী সুবর্ণা রায় (৬০)-কে কুপিয়ে হত্যার ঘটনায় নিহত দম্পতির বড় ছেলে শোভেন চন্দ্র রায় (র্যাবে চাকরি করেন)।অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গতকাল ৭ডিসেম্বর থানায় মামলা দায়ের করছে।পুলিশ সূত্রে জানাগেছে, চায়নিজ কুড়াল দিয়ে মাথায় ও কপালে আঘাত করে তাঁদেরকে হত্যা করা হয়েছে। এবং এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছে।মামলার বাদী শোভেন চন্দ্র রায় জানান, গত এক বছর আগে তাঁর বাবা গ্রামের শ্মশানকে ১৩ শতক জমি দান করেছেন, যা কিছু লোক মেনে নিতে পারেনি এবং এটিই হত্যাকান্ডের কারণ হতে পারে বলে তার দাবি করছে। এদিকে পুলিশ ও গোয়েন্দা ইউনিট এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।