রোবরার মীরসরাই উপজেলায় পালিত হয় হানাদার মুক্ত দিবস। সকাল সাড়ে ১০টায় মীরসরাই উপজেলা সদর নিকটস্থ বধ্যভূমি স্মৃতিসৌধে ভিন্ন ভিন্ন ভাবে পুস্পস্তবক অর্পন করে মীরসরাই উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও বিএনপির থেকে মনোনিত এমপি প্রার্থী।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। এরপর মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধাগন যথাক্রমে নুর উদ্দিন, কামাল পাশা চৌধুরী, নুরুল আবছার, নিজাম উদ্দিন এসকেএম সলিমুল্লাহ, মুক্তিযোদ্ধার সন্তান কবি ও সাংবাদিক মাহবুব পলাশ প্রমুখ। এরপর এক ঝাঁক নেতাকর্মীদের সাথে নিয়ে বধ্যভুমির এই শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহেদ হোসেন, সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, ৯ নং মীরসরাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাঈনউদ্দিন কোম্পানী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
বিএনপি থেকে মনোনিত জাতীয় সংসদ সদস্যপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যন শ্রদ্ধাজ্ঞাপন শেষে বলেন মহান মুক্তিযুদ্ধের সময় এই স্থানে সেই রাজাকার আলবদর বাহিনী যেই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল আমরা সেই আত্মাহুতি দানকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মার শান্তি কামনা এবং তাদের পরিবারের প্রতি দোয়া জানাচ্ছি।
অর্থ-বাণিজ্য: তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭৩৪ জন
অর্থ-বাণিজ্য: নভেম্বরে অর্থনীতিতে আবার ধীরগতি